,ফুটবল খেলা অবস্থায় হঠাৎ ফুটবল টি স্টেডিয়ামের অফিস ভবনের ছাদের উপরে ফুটবলকে আটকে যাই ,ক্ষুদে ফুটবলার মোহাম্মদ হৃদয় আহমেদ ১৪,ফুটবল টি আনতে ছাদের উপরে গেলে,এ ভবনের উপর দিয়ে বিদ্যুতের লাইন দেওয়া মধ্যে তার হাত লেগে যায়,এই অবস্থাতেই ছেলেটি মরতে বরণ করেন,তাহাকে উদ্ধার করেন শ্রীনগর উপজেলার ফায়ার সার্ভিসের তোরা তো অফিসার এবং তাদের সহকর্মীকর,উদ্ধার শেষ হৃদয়ের পিতা মোহাম্মদ হেলাল মিয়ার সম্মুক্ষে পুলিশের নিকট হস্তান্তর করা হয়,বিজয়নগর উপজেলার অফিসার ইনচার্জ মোহাম্মদ আসাদুজ্জামান নির্দেশনায় পুলিশ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন, বাদারিয়া এলাকার মধ্যে সুখেরছায়া নেমেছে আসেন,