today visitors: 5073432

তেল ছিটিয়ে ৩৮ লাখ টাকার এক্সকেভেটরে আগুন!

 

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

০১ এপ্রিল ২০২৪, ০৮:৫৫ পিএম | অনলাইন সংস্করণ

তেল ছিটিয়ে ৩৮ লাখ টাকার এক্সকেভেটরে আগুন!

কক্সবাজার টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা এলাকায় ৩৮ লাখ টাকার এক্সকেভেটরে তেল ছিটিয়ে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ সময় এক্সকেভেটরের ড্রাইভার ও হেলপারকেও অপহরণ করেছে বলে দাবি করা হয়।

এ ঘটনায় একই এলাকার মৃত লাল মিয়ার ছেলে জাহাঙ্গীর আলমকে প্রধান করে ১৪ জনের নাম উল্লেখ করে টেকনাফ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী প্রবাসী বোরহান উদ্দিনের স্ত্রী সাজেদা বেগম (৩৫)।

Advertisement

সোমবার সকালে যুগান্তরকে এসব তথ্য নিশ্চিত করেন সাজেদা বেগম

তিনি জানান, আমার মালিকানাধীন এক্সকেভেটরটি রোববার মাটি কাটার জন্য মোচনির মনির কোম্পানির ডাম্পারযোগে জাফরের ব্রিক ফিল্ডের সামনে পৌঁছায়। পূর্বশত্রুতার জেরে জাহাঙ্গীর আলমের নেতৃত্বে ২ থেকে ১৪ জন এবং অপরাপর অজ্ঞাতনামা ব্যক্তিরা অস্ত্রের মুখে জিম্মি করে এক্সকেভেটরের গতিরোধ করেন। ড্রাইভার ও হেলপারকে হত্যার হুমকি দিয়ে সেটি নিয়ন্ত্রণে নেয়। পরে রাতে হ্নীলা ইউনিয়ন পরিষদের পশ্চিমে রাসুলাবাদ কবরস্থানের সামনে নিয়ে তেল ছিটিয়ে এক্সকেভেটরটিতে আগুন ধরিয়ে দিয়ে তারা দ্রুত পাহাড়ের দিকে পালিয়ে যায়। এলাকাবাসীরা এসে আগুন নিয়ন্ত্রণে অনেক চেষ্টা করলেও তা সম্ভব হয়নি।

তিনি আরও জানান, বিবাদীরা ক্রমাগত আমার পরিবারের লোকজনকে হুমকি-ধমকি প্রদান করছে। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। এ ঘটনার বিচারের দাবি জানান তিনি।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত জাহাঙ্গীর জানান, যখন ঘটনা সংঘটিত হচ্ছিল তখন আমি বাড়িতে ছিলাম যা বাড়ির সিসিটিভি ফুটেজে রয়েছে। ওই ঘটনায় আমি জড়িত ছিলাম না। আমাকে শত্রুতাবশত ফাঁসানো হচ্ছে।

টেকনাফ মডেল থানার ওসি মো. ওসমান গণী জানান, এক্সকেভেটর পোড়ার বিষয়ে বোরহানের স্ত্রী সাজেদা বেগম বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন। ঘটনাস্থলে তদন্তের জন্য পুলিশ পাঠিয়েছি। সত্যতা পেলেই প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

টেকনাফ