সিংড়া (নাটোর) প্রতিনিধি
০১ এপ্রিল ২০২৪, ০৮:২৫ পিএম | অনলাইন সংস্করণ
লোহার পাতের উপর স্বর্ণের রং করে প্রতারণা
Advertisement
নাটোরের সিংড়ায় নকল স্বর্ণের বারসহ দুই প্রতারককে গ্রেফতার করেছে থানা পুলিশ। উদ্ধার করা হয়েছে প্রতারণা কাজে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন সিএনজি ও লোহার পাত, যার উপরে স্বর্ণের রং করা কথিত নকল স্বর্ণের বার। লোহার পাতের ওপর স্বর্ণের রং করে প্রতারণা করতেন তারা।
সোমবার গ্রেফতারকৃত দুই প্রতারককে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
Advertisement
গ্রেফতারকৃতরা হলেন- বগুড়ার শিবগঞ্জের সৈয়দপুর গ্রামের ফরিদ জামানের ছেলে রফিকুল ইসলাম (৫৭) ও গাইবান্ধা গোবিন্দগঞ্জের শামসুল হকের ছেলে সেরাজুল ইসলাম (৪০)।
সিংড়া থানার ওসি আবুল কালাম জানান, রোববার বিকালে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কেনাকাটার জন্য বাড়ি থেকে সিংড়া শহরের বাজারে আসার পথিমধ্যে জামতলী বাসস্ট্যান্ডে যাত্রীবেশে থাকা অজ্ঞাত তিনজন প্রতারকের সঙ্গে একটি সিএনজিতে উঠেন সাহারা বেগম ও আজিরন বেগম নামের দুই নারী। যাত্রীবেশে থাকা প্রতারকরা রং করা নকল স্বর্ণের বার দেখিয়ে সিএনজিতে থাকা ওই দুই নারীর কাছ থেকে দুটি স্বর্ণের কানের পাশা ও নগদ টাকা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে তাদের চিৎকার শুনে টহল পুলিশের একটি দল তাদের ধাওয়া দিলে একজন পালিয়ে যায় এবং বাকি দুজন প্রতারককে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। পলাতক প্রতারককে গ্রেফতারে অভিযান চলছে।
সিংড়া