মোঃ আব্দুল হামিদ মেহেরপুর প্রতিনিধিঃ
ট্রাকের ধাক্কায় হাসান আলী এবং অজ্ঞাত এক সাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার সকালে মেহেরপুর আমঝুপি সড়কের মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাসান আলী মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল গ্রামের লিটন আলীর ছেলে,নিহত অপর ব্যক্তির নাম পরিচয় এখনো পাওয়া যায়নি। স্থানীয়রা ঘাতক ট্রাক সহ ট্রাক চালককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হাসান আলী এবং অপর ব্যক্তি দুটি সাইকেল যোগে ঘাস কাটার উদ্দেশ্যে রওনা দেন।
সাইকেল-আরোহীদ্বয় মেহেরপুর সদর উপজেলার মেহেরপুর আমঝুপির মাঝামাঝি শ্রীরিগাড়ি নামক স্থানে নির্মাণাধীন সন্ধানী স্কুল এন্ড কলেজের সামনে পৌঁছালে সিমেন্ট বোঝায় ঢাকা মেট্রো-উ-১২-৩২৫৮ একটি ট্রাক পিছন থেকে সাইকেলের ২ আরোহীকে ধাক্কা মারে। এ সময় ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়। নিহত ব্যক্তি দুজনের দুটি সাইকেল দুমড়ে মুছড়ে যায়। এসময় পথচারীরা ধাওয়া করে স্থানীয় একটি তেল পাম্পের সামনে থেকে সিমেন্ট বোঝায় ট্রাকসহ ট্রাক চালক বাবুল হোসেনকে আটক করে।
বাবুল হোসেন মাগুরা জেলার শালিকা উপজেলার রাইজদাপুর গ্রামের কাসেম আলীর ছেলে। খবর পেয়ে মেহেরপুর সদর থানার পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাশ দুটি উদ্ধার করে মর্গে নেন। নিহত হাসান আলী মেহেরপুর ছহিউদ্দীন ডিগ্রী কলেজ থেকে এইচএসসি পাশ করার পর অনার্সে ভর্তি হওয়ার জন্য আবেদন করেছেন। খবর পেয়ে তার পিতা সবজি বিক্রেতা লিটন আলী সেখানে পৌঁছে কান্নায় ভেঙে পড়েন।
হাসানের লাশ শনাক্ত করা গেলেও নিহত অপর ব্যক্তির মাথার উপর দিয়ে ট্রাকের চাকা চলে যাওয়ায় লাশ বিবর্ণ হয়ে গেছে। যে কারণে তাকে কেউ চিনতে পারছেন না। ঘটনাস্থলে দেখা গেছে,মরদেহ দুটির পাশে মাথার মগজ এবং ছোপ ছোপ রক্ত পড়ে রয়েছে। সাইকেল দুটি ভেঙে চূর্ণ-বিচূর্ণ হয়ে গেছে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ (সুপার) সার্কেল আব্দুল করিম ঘটনস্হল পরিদর্শন করেন।