today visitors: 5073432

দৌলতদিয়া ঘাটে বেড়েছে ঢাকাফেরত যাত্রীদের ভিড়

 

রাজবাড়ী প্রতিনিধি

০১ এপ্রিল ২০২৪, ০২:৪৭ পিএম | অনলাইন সংস্করণ

ফেরি

Advertisement

আর কয়েক দিন পর পবিত্র ঈদুল ফিতর। দক্ষিণ-পশ্চিম অঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার হিসেবে খ্যাত দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের দৌলতদিয়া প্রান্তের ফেরিতে বেড়েছে ঢাকাফেরত যাত্রীদের ভিড়।

সরেজমিন সোমবার দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে গিয়ে দেখা যায়, ফেরিতে ঢাকাফেরত যাত্রীরা তাদের পরিবার-পরিজন নিয়ে ফিরছেন।

Advertisement

ঢাকাফেরত যাত্রী রোমান সালমান বলেন, ভিড়ের আগেই পরিবারের সঙ্গে ঈদ করতে রওনা হয়েছি। এবার ঘাটে এসে দেখলাম দৌলতদিয়ায় কোনো ভোগান্তি নেই। অনায়াসে ফিরতে পারছি।

এ বিষয়ে বিআইডব্লিউটিসির দৌলতদিয়াঘাট কার্যালয়ের ব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন যুগান্তরকে বলেন, বর্তমানে ঈদ উপলক্ষ্যে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ছোট-বড় মিলে মোট ১০টি ফেরি চলাচল করছে। বাকি আরও ৫টি ফেরি বহরে রাখা আছে, যাত্রীর চাপ বাড়লে এগুলো দিয়ে যাত্রী পারাপার করা হবে।

রাজবাড়ী