today visitors: 5073432

কোচিং ছাড়াই যেভাবে ঢাবিতে চান্স হলো চাঁদনীর

­

জাবির আহম্মেদ জিহাদ(ঢাবি)প্রতিনিধি:

 

কথায় আছে, দৃঢ় মনোবল আর ইচ্ছাশক্তি থাকলেই সবকিছু জয় করা সম্ভব।ঠিক তেমনি কোনো প্রকার এডমিশন কোচিং ছাড়াই ঢাবিতে চান্স পেয়েছেন সরকারি ইসলামপুর কলেজ থেকে এইচএসসি পরিক্ষায় উত্তীর্ণ এক ছাত্রী।

 

ঢাবিতে চান্স পাওয়া পশিক্ষার্থীর নাম জাফিয়া জান্নাত চাঁদনী। ইসলামপুর জয় চাঁন জগৎ সুন্দরী ক্ষেত্রমোহন গার্লস হাই স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি ২০২১ ব্যাচে জিপিএ ৪.৯৪ পেয়ে উত্তীর্ণ হন।তিনি ৭৮.৬৩ নম্বর পেয়ে ১৩৭৩ তম হয়েছেন।

 

চাঁদনীর বাড়ি ইসলামপুরের মৌজাজাল্লা নামক এক আজপাড়া গাঁয়ে অবস্থিত।তিনি গ্রামের মেয়ে হয়ে কোচিং ছাড়াই ঢাবিয়ান হতে পেরেছেন শুনে ইসলামপুরের মধ্যে বিভিন্ন ব্যাক্তি / ফেসবুক গ্রুপের মধ্যে এক চলঞ্চলতা লক্ষ্য করা যাচ্ছে।

 

চাঁদনী গত বছরের অক্টোবর মাসে তার ডাইরিতে লিখেছিলেন, ” ঢাকা বিশ্ববিদ্যালয় আমার স্বপ্ন। সবার মতো আমি ওখানেই পড়তে চাই।সামনে অনেক না পাওয়ার কারণ দেখেও আমি আশা রাখছি যে, আমি যেতে পারবো।”

 

তিনি আরো লিখেন, কলেজে সবার থেকে আমার ফাইনেস দিকটা আলাদা। আমি বড়ও হয়েছি অনেকটা আলাদা পরিবেশে।তাই অন্যদের সাথে নিজেকে তুলনা করিনা।আমি নিজেকে অনেক স্পেশাল ভাবি;ভাবি আমার দ্বারা অবশ্যই কিছু সম্ভব হবে।বই কিনে পড়া শুরু করবো।আমি ভার্সিটিতে অর্থাৎ ঢাবিতে চান্স নিবোই ইনশাআল্লাহ।

 

সরকারি ইসলামপুর কলেজের উদ্ভীদ বিদ্যা ডিপারমেন্টের শিক্ষক মিসেস সাবরিনা বলেন, প্রতিবারের মতো আমাদের কলেজের অনেকেরই এইবার ঢাবি, রাবি, চবিসহ জাবিতে চান্স হয়েছে।সামনে গুচ্ছতেও হবে আশা রাখি।অবশ্য বিজ্ঞান, মানবিক এবং ব্যাবসা সকল বিভাগেরই শিক্ষার্থী আছে এতে।

 

উল্লেখ্য, ইসলামপুর থেকে এডমিশন কোচিং করে বুয়েট সহ ইঞ্জিনিয়ারিং এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ে অনেকের চান্স হয়েছে।এ পর্যন্ত এডমিশন কোচিং ছাড়া একজনেরই ঢাবিতে চান্স হয়েছে বলে জানা যায়।