today visitors: 5073432

নাজিরপুরে শিক্ষক বিহীন শ্রেণিকক্ষ, শিক্ষার্থীরা করছে গল্প

 

 

নাজিরপুর উপজেলাপ্রতিনিধি, পিরোজপুর: পিরোজপুরের নাজিরপুরে সরকারী প্রাথমিক বিদ্যলয়ের শ্রেণি কক্ষে শিক্ষার্থীরা বসে গল্প করছে। আর শিক্ষক বিদ্যালয়ের পাশের রাস্তায় দাঁড়িয়ে মোবাইলে কথা বলছেন। ঘটনাটি গত বৃহস্পতিবার (২১ মার্চ) উপজেলার ৪৯ নম্বর ঘোপের খাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দৃশ্য।

সরেজমিনে ওই বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষ ঘুরে দেখা যায়, শ্রেণিকক্ষে কোন শিক্ষক নাই। শিক্ষার্থীরা শ্রেনিকক্ষে বসে গল্প করছে। শিক্ষকদের বসার লাইব্রেরির চেয়ারগুলোও ফাঁকা। বিদ্যালয়ে পাওয়া গেলো একজন শিক্ষক ও একজন অফিস সহায়ক।

ওই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী বাঁধন হালদার জানায়, তার শ্রেনিতে সে সহ অন্য শিক্ষার্থীরা বসে আছে। তিনটি ক্লাসের সময় চলে গেলেও কোন ক্লাস হয় নি। একই কথা বলে বিদ্যালয়ের অন্য শ্রেণির শিক্ষার্থীরা।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুজিত মিস্ত্রী বলেন, তার বিদ্যালয়ে ৩ জন শিক্ষক আছেন। এর মধ্যে একজন এক বছরের প্রশিক্ষনের ছুটিতে। আর প্রধান শিক্ষিকাও ৭ দিনের বেসিক প্রশিক্ষনে । তাই আমি একাই বিদ্যালয়ে।

নাম প্রকাশ না করার শর্তে ওই বিদ্যালয়ের একাধীক শিক্ষার্থী অভিভাবকরা অভিযোগ করে বরেন, প্রায় প্রতিদিনই শিক্ষকরা ক্লাস নেন না। বিদ্যালয়ে এসে গল্প করেন।

এ বিষয়ে জানতে প্রধান শিক্ষিকা স্মৃতি কনার সাথে মুঠো ফোনে কথা হলে তিনি বলেন, একজন শিক্ষক দিয়ে ক্লাস চালানো সম্ভব না। তাই এমন হতে পারে।

উপজেলা ভারপ্রাপ্ত প্রথমিক শিক্ষা কর্মকর্তা বিশ^জিৎ কর্মকার বলেন, সেখানে অচিরেই শিক্ষক দেয়া হবে। ক্লাস না কারানোর বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা নেয়া হবে।

 

 

মাজেদুল কবীর রাসেল

মোবাইল: ০১৭১১৯৫৩৯৪২