today visitors: 5073432

গাজীপুরে পানির সমস্যা সমাধানে গাসিক মেয়রের উপদেষ্টা জাহাঙ্গীর আলমের নির্দেশ

 

 

ক্রাইম রিপোর্টারঃ

গাজীপুর সিটি কর্পোরেশনের জয়দেবপুর ও টঙ্গী জোনের পানি শাখার কর্মকর্তা কর্মচারীদের নিয়ে বুধবার (২০ মার্চ) দুপুরে নগর ভবনের সভাকক্ষে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

গত কয়েক দিন ধরে টঙ্গীতে পানির পাম্প বিকল থাকায় পানির তীব্র সংকট দেখা দিয়েছে। বিগত ১৫ দিন নগরীর ৪৮নং ওয়ার্ড এলাকার পাম্পগুলো বিকল থাকায় তীব্র পানি সংকট দেখা দেয়। গাজীপুর সিটি করপোরেশনকে একাধিকবার চিঠি দিয়েও সমাধান না পেয়ে মানববন্ধন করেছেন ওই ওয়ার্ডের বাসিন্দারা।

বিষয়টি গাজীপুর সিটি কর্পোরেশন এর উপদেষ্টা জাহাঙ্গীর আলমের নজরে আসলে তিনি সভায় চরম ক্ষোভ প্রকাশ করেন এবং দ্রুত সময়ের মধ্যে টঙ্গী ও জয়দেবপুর জোনের পানি সমস্যা সমাধানে সিটির পানি শাখার কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেন।

পাশাপাশি প্রতিটি বাসা বাড়ির বিল আদায় ও অবৈধ লাইনগুলোকে বৈধ করে বিলের আওতায় আনার তাগিদ দেন এবং সকল বাসা বাড়িতে সঠিক পরিমাণে পানি সাপ্লাই আছে কিনা, তা তদারকি করে একটি সঠিক তদন্ত কমিটির মাধ্যমে আগামী দুই সপ্তাহের মধ্যে সমস্যা সমাধানের নির্দেশ প্রদান করেন গাজীপুর সিটি কর্পোরেশনের উপদেষ্টা ও সাবেক মেয়র এ্যাড জাহাঙ্গীর আলম।

এসময় সভায় সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এ এস এম শফিউল আজম, রাজস্ব কর্মকর্তা এ বি এম এহছানুল মামুন, প্যানেল চেয়ারম্যান বিল্লাল হোসেন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুদীপ বসাকসহ বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর উপস্থিত ছিলেন।