সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি
১১ মার্চ ২০২৪, ০৯:১১ পিএম | অনলাইন সংস্করণ
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি নিহত
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি যুবক ইকবালের মৃত্যু হয়েছে। রোববার স্থানীয় সময় সন্ধ্যায় দক্ষিণ আফ্রিকার ডারবান শহরে নিজ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাসায় যাওয়ার পথে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন ইকবাল হোসেন।
নিহত ইকবাল হোসেন নোয়াখালীর সেনবাগ উপজেলার কেশারপাড় ইউনিয়নের কেশারপাড় দক্ষিণপাড়ার মিন্নত আলী ভুঁইয়া বাড়ির বীর মুক্তিযোদ্ধা মৃত সফি উল্ল্যার ছেলে। তিন ভাই দুই বোনের মধ্যে তিনি ছিলেন সবার বড়। পারিবারিক জীবনে তিনি দুই ছেলে তাহমিদ আল ইফাজ ও ইমরান হোসেনের জনক।
নিহত ইকবাল হোসেনের স্ত্রী রওনক জাহানের ভাই সেনবাগ পৌরসভার হিসাবরক্ষক জামাল উদ্দিন বিপ্লব জানান, ৮ বছর পূর্বে ইকবাল হোসেন পাড়ি জমান দক্ষিণ আফ্রিকায়। ৪ বছর পূর্বে দেশে এসে আবার সেই দেশে ফিরে যান।
গত রাতে দক্ষিণ আফ্রিকায় অবস্থানরত নিহত ইকবালের মেজো ভাই মোয়াজ্জেম হোসেন ফোনে জানান- রোববার সন্ধ্যায় ইকবাল নিজ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাসায় যাওয়ার পথে সেই দেশের সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়।
সোমবার সকালে নিহতের বাড়িতে গিয়ে দেখা যায়, পরিবারের লোকজন ও আত্মীয়-স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারি হয়ে উঠেছে।
নিহতের মা তৈয়বের নেছা ছেলের মৃতদেহ দ্রুত দেশে আনার জন্য সরকারের সহযোগিতা চেয়েছেন।
সেনবাগ