কর্তব্যের তরে, করে গেলে যাঁরা,আত্মবলিদান-
প্রতিক্ষণে স্মরি, রাখিব ধরি, তোমাদের সম্মান।
কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যের স্মরণে আজ ১০ মার্চ ২০২৪ তারিখে ময়মনসিংহ জেলার পুলিশ লাইন্সে “পুলিশ মেমোরিয়াল ডে-২০২৪” পালিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব মো: শাহ আবিদ হোসেন, বিপিএম (বার), পিপিএম মহোদয়। অনুষ্ঠানের শুরুতে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে সশস্ত্র সালাম প্রদান এবং পুষ্পস্তবক অর্পণ করা হয়। আলোচনা সভার শুরুতে নিহতদের স্মরণে ১ মিনিট নীরবতা পালনের পর পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলার মান্যবর পুলিশ সুপার জনাব মাছুম আহাম্মদ ভূঞা, বিপিএম, পিপিএম মহোদয়।
পুলিশ মেমোরিয়াল ডে-২০২৪ উপলক্ষ্যে ২০০৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণকারী ময়মনসিংহ জেলার ৯৮ জন পুলিশ সদস্যের পরিবারকে সংবর্ধনা প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের পরিবারবর্গ, ময়মনসিংহ রেঞ্জ, ময়মনসিংহ জেলা এবং অন্যান্য ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।