মালয়েশিয়া প্রতিনিধি
মালয়েশিয়া
মালয়েশিয়ায় ট্রেনের ধাক্কায় নিহত দুই বাংলাদেশির পরিচয় মিলেছে। নিহতরা হলেন- কুমিল্লার দেবিদ্বার উপজেলার এলাহাবাদ গ্রামের শহিদ মিয়ার ছেলে মো. কামরুল হোসেন ও একই এলাকার হাবিবুর রহমানের ছেলে মো. দুলাল মিয়া। নিহত দুইজনের পরিচয় নিশ্চিত করেছে বাংলাদেশ হাইকমিশন।
তারা দুজনেই সম্প্রতি কলিং ভিসায় মালয়েশিয়ায় যান। তারা কাজ না পেয়ে একটি ওয়ার্কশপে কাজ করতেন। কাজ শেষে বাসায় ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। রোববার রাতে সেলাঙ্গর রাজ্যের কাজাং কেটিএম পুনচাক উতামা জেড হিল ট্র্যাকে এ দুর্ঘটনায় নিহত হন এই দুই বাংলাদেশি।
সোমবার সকালে মালয়েশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বার্নামার প্রতিবেদনে বলা হয়, তিনজন বাংলাদেশি ট্রেনের ধাক্কায় নিহত হন। রাত সোয়া ১২টার দিকে তিনজনের লাশ উদ্ধার করে পরবর্তী ব্যবস্থা নিতে পুলিশের কাছে হস্তান্তর করা হলে পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে দুজন বাংলাদেশি এবং একজন ইউএনকার্ডধারী মিয়ানমারের নাগরিক।
কাজাং জেলা পুলিশের উপ-প্রধান সুপার মোহাম্মদ নাসির দ্রাহমান সোমবার এক বিবৃতিতে বলেছেন, লাশগুলো পোস্টমর্টেমের জন্য কাজাং হাসপাতালের ফরেনসিক বিভাগে রাখা হয়েছে।