এবি সিদ্দিক, পাটগ্রাম (লালমনিরহাট)
লালমনিরহাটের পাটগ্রামে বাংলাদেশ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ইউনিসেফ বাংলাদেশের উদ্যোগে শিশু ও কিশোর-কিশোরীদের আত্মরক্ষার কৌশল বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (৮ মার্চ) বিকেলে পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের কাউয়ামারী আপ্তারউদ্দিন প্রধান উচ্চ বিদ্যালয়ের মাঠে সুবর্ণরেখার তত্ত্বাবধানে নারী দিবস উপলক্ষে এই সচেতনতামূলক প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়। 'নারীর সমঅধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ' এই শ্লোগানকে সামনে রেখে সুবর্ণরেখার রাশিফুল ইসলাম প্রধানের ব্যবস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে কাউয়ামারী আপ্তারউদ্দিন প্রধান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীলিপ চন্দ্র ভৌমিকসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আলোচনার পাশাপাশি উপস্থিত শিশু ও কিশোর-কিশোরীদেরকে কয়েকটি প্রাথমিক আত্মরক্ষার প্রশিক্ষণও অনুশীলন করানো হয়।