মৌচাক ইউনিয়ন কালিয়াকৈর থানা ,গাজিপুর থেকে 30/12/2023 তারিখে ইয়াছিন আরাফাত নামে 9 বছর বয়সের একটি শিশু বাসা থেকে খেলতে বের হয় তার পরে ছেলেছি বাড়িতে আর ফেরেনি পাটগ্রাম প্রতিনিধি মোঃ ইয়াকুব আলী
শিশুটির পিতা মোঃ সাদ্দাম হোসেন নাইম মাতা মোছা জেসমিন বেগম তাকে অনেক খোঁজাখুঁজি করার পরেও কোন খোঁজ মেলেনি তার পরিবার বলে,তার পরে পাসের কালিয়াকৈর থানা গাজিপুর একটি সাধারণ ডাইরিও করে তাতেও কেন খোঁজ মেলেনি শিশুটির এ পর্যন্ত।