শনিবার ভোরে সদর উপজেলার মধুপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। জব্দ করা হয়েছে একটি গাড়ী।
র্যাব জানায়, চুয়াডাঙ্গা থেকে ঢাকায় ফেন্সিডিল পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে সদর উপজেলার মধুপুরে চেকপোস্ট বসায় র্যাব। সেসময় সন্দেহ হলে একটি পাজারো গাড়ীর গতিরোধ করে তল্লাসী করলে পাওয়া যায় ১৫০ বোতল ফেন্সিডিল। সেসময় আটক করা হয় সড়ক বিভাগের গাড়ী চালক রমজান হোসেন, সহযোগী জুবায়ের হোসেন জুয়েল ও নজর হোসেনকে। এ ঘটনায় র্যাবের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
গাড়ীটি সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের একজন কর্মকর্তা প্রকল্পের কাজে ব্যবহার করেন বলে প্রাথমিক ভাবে জানা গেছে।