today visitors: 5073432

ডোমারে কাব ক্যাম্পুরী ও স্কাউট সমাবেশ উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত!

 

 

আব্দুর রশিদ

ডোমার (নীলফামারী)প্রতিনিধি

 

‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্কাউট’—প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডোমারে শুরু হওয়া চারদিন ব্যাপী ‘৮ম ডোমার উপজেলা কাব ক্যাম্পুরী ও স্কাউট সমাবেশ-২০২৪’ উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে আজ।

 

বৃহস্পতিবার (৭ই মার্চ) বিকাল সাড়ে ৫টায় উপজেলা শহরের ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ রুমী স্কাউট পল্লীতে ‘৮ম ডোমার উপজেলা কাব ক্যাম্পুরী ও স্কাউট সমাবেশ’ উপলক্ষ্যে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন—ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্কাউটসের সভাপতি মোঃ নাজমুল আলম বিপিএএ।

 

তিনি বলেন, ১৯০৭ সালের ১লা আগস্ট লন্ডনের বাউন্সি দ্বীপে ২০ জন বালককে নিয়ে প্রথমবারের মতো পরীক্ষামূলক ক্যাম্পের মাধ্যমে বিশ্বব্যাপী স্কাউট আন্দোলনের যাত্রা শুরু হয়। শিশু, কিশোর-কিশোরী, যুবক, তরুণ-তরুণীদের শারীরিক, মানসিক, নৈতিক, বুদ্ধিবৃত্তিক ও সামাজিক গুণাবলী উন্নয়নের মাধ্যমে সুনাগরিক হিসেবে গড়ে তোলায় স্কাউটিংয়ের অবদান সারা বিশ্বে স্বীকৃত।

 

তিনি আরও জানান, আজ থেকে আগামী ১০ই মার্চ পর্যন্ত ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে ‘৮ম ডোমার উপজেলা কাব ক্যাম্পুরী ও স্কাউট সমাবেশ-২০২৪’। এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্কাউট’।

 

সমাবেশ সম্পর্কে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল আলম বিপিএএ বলেন, এবারের সমাবেশে ৩০টি কাব দল ও ২১টি স্কাউট দল অংশগ্রহণ করেছে। যেখানে মোট ৩৬০ জন স্কাউট সদস্য, ৫১ জন টিম লিডার, উপজেলা স্কাউটসের ৫০ জন কর্মকর্তাও রয়েছেন। চারদিন ব্যাপী ক্যাম্পে সবার সার্বক্ষণিক থাকা-খাওয়া, স্যানিটেশনের সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে ৩টায় আনুষ্ঠানিক উদ্বোধন ও ৯ই মার্চ সন্ধ্যা সাড়ে ৬টায় মহা তাবু জলসা অনুষ্ঠিত হবে।

 

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশীদ, গ্রুপ ইউনিট সভাপতি মোঃ আমিনুল হক বাবু প্রমুখ সহ স্কাউটসের অন্যান্য নেতৃবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।