today visitors: 5073432

সীতাকুণ্ডে ২য় বারের মতো ফ্রি হেলথ ক্যাম্প দিলো এমএফজেএফ

 

 

রাফি চৌধুরী,সীতাকুণ্ড প্রতিনিধিঃ

 

সীতাকুণ্ডে সামাজিক মহসিন ফাতেমা সিদ্দিকী যুব কল্যাণ ফাউন্ডেশন MFJF এর উদ্যোগে, ২য় বারের মত অনুষ্ঠিত হলো “ফ্রি হেলথ ক্যাম্প ” স্তন ক্যান্সার স্ক্রিনিং ও ডাক্তারের পরামর্শ, যেখানে উপস্থিত ছিলেন, দেশ সেরা ক্যান্সার বিশেষজ্ঞ, প্রফেসর ডা: পারভীন শাহিদা আক্তার ” ও আরো ২০ জন সহযোগী ডাক্তার এবং সেবিকাগন।

 

যেখানে চিকিৎসা দেওয়া হয় সীতাকুণ্ডের প্রায় ৩৫০ জন রুগীকে।

 

উক্ত কর্মসুচি উদ্ভোদন করেন প্রধান অতিথি কে.এম রফিকুল ইসলাম সীতাকুণ্ড

উপজেলা নির্বাহী অফিসার,

উক্ত কর্মসুচিতে

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাবা,প্রফেসর ডা: পারভীন শাহিদা আক্তার

সাবেক বিভাগীয় প্রধান

ন্যাশনাল ইন্সটিটিউট অব ক্যান্সার রিসার্চ এন্ড ফাউন্ডেশন ও সাধারণ সম্পাদক শান্তি ক্যান্সার ফাউন্ডেশন।

 

উক্ত কর্মসূচিতে তিনি ক্যান্সার বিষয়ক ও স্তন ক্যান্সার সম্পর্কিত সচেতনতা মূলক বক্তব্য প্রদান করেন। এবং তাদেরকে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার জবাব মনিরুল ইসলাম বাবুল,

জনাব গিয়াস উদ্দিন,নির্বাহী পরিচালক,সীতাকুণ্ড হেলথ্ এন্ড এডুকেশন ট্রাস্ট,

জনাব লায়ন নাছির উদ্দিন মানিক,সভাপতি সীতাকুণ্ড সমিতি-চট্টগ্রাম,

লায়ন কাজী আলি আকবর জাসেদ,সিনিয়র সহ-সভাপতি, সীতাকুণ্ড সমিতি,

লায়ন হাজী মোহাম্মদ ইউসূফ শাহ,ভাইস-চেয়ারম্যান সীতাকুণ্ড হেলথ্ এন্ড এডুকেশন ট্রাস্ট,উক্ত কর্মসূচিতে সভাপতিত্ব করেন MFJF এর প্রধান উপদেষ্টা, জনাব আহমেদ আরমান সিদ্দিকী প্রধান নির্বাহী গ্রামীণ ডিজিটাল হেলথ,উক্ত কর্মসূচি তে আরো উপস্থিত ছিলেন MFJF এর উপদেস্টা মন্ডলির সদস্য,তোফায়েল উদ্দিন,লিটন উদ্দিন,জাহেদ হাসান,উক্ত কর্মসূচি সঞ্চালনা করেন জনাব মহিন উদ্দিন প্রমুখ।