today visitors: 5073432

৭ই মার্চ ঐতিহাসিক দিবস উদযাপিত হয়েছে

  • ৭ই মার্চ ঐতিহাসিক দিবস উদযাপিত হয়েছে

 

 

মোহাম্মদ আলী, নাচোল উপজেলা প্রতিনিধি :-

 

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ৭ই মার্চ ঐতিহাসিক দিবস উদযাপিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি

উপলক্ষে আজ বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন, পরিষদ, বীর মুক্তিযোদ্ধা, উপজেলা আওয়ামী, সরকারি কলেজ, স্ব্যস্থ্য কমপ্লেক্স, ফায়ার সার্ভিস, পল্লী বিদ্যুৎ, মহিলা ডিগ্রী কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও রাজনৈতিক দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূড়ালে সকাল ১০টায় পুস্পস্তবক অর্পণ করেন।

পরে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকারের সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের। বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ তারেকুর রহমান সরকার, ভাইস-চেয়ারম্যান মশিউর রহমান বাবু, বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন।

 

এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ পাঠ করে শোনান।

 

আলোচনা শেষে বিভিন্ন ইভেন্টের বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথি বৃন্দরা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিআরডিবি কর্মকর্তা হারুন অর রশিদ।