শাল্লায় ঐতিহাসিক ৭ই মার্চ জাতীয় দিবস উদযাপন
তৌফিকুর রহমান তাহের
দিরাই-শাল্লা প্রতিনিধি:
সুনামগঞ্জের শাল্লায় ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছে শাল্লা উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, পুলিশ প্রশাসন ও আওয়ামী লীগ ।
০৭ মার্চ (বৃহস্পতিবার) সকাল ৯:৩০ মিনিটে শাল্লা উপজেলা পরিষদ প্রাঙ্গনে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পরে সকাল ১০ টায় উপজেলা গণমিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আহসানের সভাপতিত্বে ও উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কমকর্তা তাপস রায়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন, শাল্লা উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) অমিতা রানী দাশ, সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা বলরাম দাস, কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুদ তুষার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এডভোকেট দিপু রঞ্জন দাশ, শাল্লা থানার সাব-ইন্সপেক্টর আব্দুল জলিল প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, শাল্লা উপজেলা প্রেসক্লাবের সম্পাদক সন্দীপন তালুকদার সুজন, শিক্ষক-শিক্ষার্থী, মিডিয়া ব্যক্তিত্ব সহ গন্যমান্য বক্তিবর্গ।