today visitors: 5073432

পঞ্চগড়ে ১৭ কেজি ওজনের কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধারসহ তিনজন গ্রেফতারঃ

 

জামিউল আহসান, স্টাফ রিপোর্টার:

 

পঞ্চগড় জেলা পুলিশ সুপার জনাব এস, এম, সিরাজুল হুদা, পিপিএম-বার মহোদয়ের দিকনির্শেনায় অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখার তত্ত্বাবধানে এসআই মোঃ আবু হোসেন এর নেতৃত্বে দেবীগঞ্জ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে অদ্য ০৭/০৩/২০২৪ খ্রিঃ বিকাল অনুমান ০৫.৪৫ ঘটিকার সময় এস.আই/(নিরস্ত্র) মোঃ আবু হোসেন, গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারে যে, পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানাধীন বানুর হাট বাজারে কষ্টি পাথরের মূর্তি ক্রয় বিক্রয় হইবে এবং বিদেশে পাচারের উদ্দেশ্যে তিন জন ব্যক্তি অবস্থান করছে। জেলা গোয়েন্দা শাখা, জেলা গোয়েন্দা শাখা, পঞ্চগড়গণ বানুর হাট বাজারে আশ-পাশ ও দোকানে ওৎ পেতে থাকে। একই তারিখ সন্ধা ৬.৩০ ঘটিকার সময় দুই জন ব্যক্তি হাতে একটি ব্যাগ লইয়া দেবীগঞ্জ থানাধীন পামুলী ইউপির সরকার পাড়া মৌজার বানুর হাট বাজারের মোঃ শাহীন শাহ (৪০), পিতা-মৃত মোশারফ হোসেন, সাং-বন্দীরাম, থানা-দেবীগঞ্জ এর ফার্মেসীর দোকানে ঢুকিলে ডিবির চৌকস টিমের সদস্যগণ চতুরদিক হইতে ঘেরাও করিয়া অভিযান পরিচালনা করে একটি ১৭ কেজি ওজনের (যাহার উচ্চতা ২৯ ইঞ্চি, প্রন্ত ১১ ইঞ্চি) কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি যার অনুমনিক মূল্য ৭,০০০,০০০ (সাত কোটি) টাকা সহ ১। মোঃ শাহীন শাহ (৪০), পিতা-মৃত মোশারফ হোসেন, সাং-বন্দীরাম, থানা-দেবীগঞ্জ, ২। মোঃ হাবিবুর রহমান (৪৮), পিতা-মৃত আমানত আলী, সাং- কৃষ্ণ কান্ত জোত, ৩। মোঃ শহিদুল (৫৫), পিতা- মোঃ একরামুল হক, সাং- তেঁতুলিয়া, উভয় থানা- তেঁতুলিয়া, জেলা-পঞ্চগড়গণকে হাতে নাতে গ্রেফতার করে এবং উদ্ধারকৃত কষ্টি পাথরের বিষ্ণু মূতি একই তারিখ ৬.৫৫ ঘটিকায় জব্দ করেন। উক্ত বিষয়ে দেবীগঞ্জ থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।