ববি প্রতিনিধি
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়াকে ফুলেল শুভেচ্ছা জানান বরিশাল বিশ্ববিদ্যালয়(ববি) বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার ৭ ই মার্চ দুপুর তিনটায় উপাচার্যের কার্যালয় এ ফুলেল শুভেচ্ছা জানানো হয়।এসময় তিনি বলেন,বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে বাংলাদেশের ছাত্র সমাজ । বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে তুলতে ছাত্রসমাজ কে ডিজিটাল শিক্ষা ব্যবস্থার সুযোগ কাজে লাগিয়ে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে হবে এমনটাই তার প্রত্যাশা ব্যক্ত করেন।
ফুলেল শুভেচ্ছার সময় উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের সভাপতি ইব্রাহীম,সাধারণ সম্পাদক শান্ত, সিনিয়র সহ-সভাপতি: তানজিম আহমেদ সোহান, আসিফ মাহমুদ তুর্য,সৌরভ দাস। যুগ্ম সাধারণ সম্পাদক: সৈয়দ নিয়াজ,সৌরভ মন্ডল
সাংগঠনিক সম্পাদক: জাহিদ হাসান, শেখ মইন, মীর নাহিয়ান, আল শাহরিয়া ত্বাহা,রিয়াল বিশ্বাস ,দপ্তর সম্পাদক: মোফাজ্জেল হোসেন, প্রচার সম্পাদক: রাফিউল ইসলাম জিসান সহ আরো অনেকে।
নবনিযুক্ত উপাচার্যের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে ববির বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের সভাপতি ইব্রাহিম খলিল বলেন - বঙ্গবন্ধু এবং আইন বিভাগ একে-অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ছিলেন। আর বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ মূলত বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী আইন অঙ্গনের শিক্ষার্থীদের নিয়ে গঠিত একটা সংগঠন। আমাদের মূল লক্ষ্য বঙ্গবন্ধুর আদর্শ সাধারণ শিক্ষার্থীদের মধ্যে তুলে ধরা,একই সাথে বাংলাদেশের আইন অঙ্গনের সকল শিক্ষার্থীদের সাথে আইন বিভাগ,বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে যোগসূত্র স্থাপন করা এবং বঙ্গবন্ধুর আদর্শকে বাস্তবায়ন করে একদিন সুন্দর ও প্রগতিশীল বাংলাদেশ গড়ে তোলা।
উল্লেখ্য, সারাদেশের আইনের শিক্ষার্থীদের সর্ববৃহৎ ঐতিহ্যবাহী সংগঠন ‘বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ’ এর সাংগঠনিক কার্যক্রম বেগবান ও গতিশীল করার লক্ষে কাজ করে যাচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ইউনিট।
অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া গত ২০২২ সালের ১৯ এপ্রিলে ট্রেজারার হিসেবে বরিশাল বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন। ইতোপূর্বে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রাধ্যক্ষ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন।তিনি বর্তমান বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে আগামি চারবছর দায়িত্ব পালন করবেন।গত ৪ মার্চের আগে তিনি বিশ্ববিদ্যালয়ের রুটিন উপাচার্যের দায়িত্ব ছিলেন।