[৭ই মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩ ই ফাল্গুন, ১৪৩০ বঙ্গাব্দ]
আজ ঐতিহাসিক ৭ই মার্চ। ১৯৭১ সালের এই দিনে তৎকালীন রেসকোর্স ময়দানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির স্বাধীনতার জন্য ডাক দেন।
এই দিবস উপলক্ষে আজ শেখ জামাল স্টেডিয়াম, ফরিদপুরে আলোচনা সভা ও ভিন্ন ভাষাভাষী/বিদেশীদের মাধ্যমে ৭ই মার্চের ভাষণ/ ভাষণের গুরুত্ব উপস্থাপন করা হয়।
এ উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মো: আব্দুর রহমান এমপি মহোদয় ফরিদপুর জেলায় আসলে তাঁকে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান জনাব মোহাম্মদ মোর্শেদ আলম, পিপিএম, পুলিশ সুপার, ফরিদপুর এবং পরক্ষণে মন্ত্রী মহোদয়কে জেলা পুলিশের পক্ষ থেকে হাউজগার্ড সালামী প্রদান করা হয়। পরবর্তীতে শেখ জামাল স্টেডিয়াম, ফরিদপুরে আয়োজিত আলোচনা সভায় জনাব মো: কামরুল আহসান তালুকদার, পিএএ, জেলা প্রশাসক, ফরিদপুর এর সভাপতিত্বে প্রধান অতিথির আসন গ্রহণ করেন মাননীয় মন্ত্রী মহোদয়।
এসময় ফরিদপুরের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
[মিডিয়া এন্ড পিআর, জেলা পুলিশ, ফরিদপুর]