ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে
-
মধুখালীতে র্যালী ও আলোচনা সভা
মধুখালী(ফরিদপুর) প্রতিনিধি:- ফরিদপুরের মধুখালীতে উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৭ মার্চ বৃহস্পতিবার সকাল ৯টায় ঢাকা-খুলনা মহাসড়কের ও মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠের পাশে বঙ্গবন্ধু ম্যুরালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়। উপজেলা আওয়ামীলীগ ,সরকারী আইনউদ্দিন কলেজ, মধুখালী পৌর মেয়র খন্দকার মোরশেদ রহমান লিমন, আওয়ামীলীগের অংঙ্গ সংগঠনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন। পুষ্পস্তবক পরবর্তী বঙ্গবন্ধ ম্যুরাল চত্বর থেকে বর্ণাঢ্য র্যালী বের হয় । ঢাকা-খুলনা মহাসড়কের রেলগেট এলাকা প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে র্যালী শেষ হয়। র্যালী পরবর্তী উপজেলা পরিষদ মিয়নায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুন আহমেদ অনীকের ষভাপতিত্বে ঐতিহাসিক ৭মার্চের ভাষনের গুরুত্ব বিশ্লেষন পূর্ববক বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান হাজী মোঃ শহিদুল ইসলাম,সরকারী আইরউদ্দিন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ নাজমুল হক,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ রেজাউল হক বকু,সিনিয়র সহকারী এএসপি মধুখালী সার্কেল মোঃ মিজানুর রহমান,উপজেলা ভাইস চেয়ারম্যান মুহাম্মাদ মুরাদুজ্জামান মুরাদ,মোরশেদা আক্তার মিনা,মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিরাজ হোসেন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ খুরশিদ আলম ভুইয়াসহ প্রমুখ। ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে চিত্রায়কণ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিগণ।
হৃদয় শীল
মধুখালী,ফরিদপুর
০১৭১০৯৬৭৫৩৩
৭ মার্চ ২০২৪খ্রিঃ