প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৭, ২০২৪, ৫:২০ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৬, ২০২৪, ৪:৩৭ পি.এম
ভুয়া সহকারী সচিব গ্রেফতার-১ মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপারের সরকারি নাম্বারে নিজেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সচিব পরিচয়ে জেলায় চলমান কনস্টেবল পদে চাকরির তদবির..? গ্রেফতার হলে ডিবি’র হাতে। চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার ছাইদুল হাসান (বিপিএম-সেবা, পিপিএম-সেবা) সার্বিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অফিসার ইনচার্জ শহিদুল ইসলামের তত্ত্বাবধানে ও এসআই আসগর আলী (পিপিএম- সেবা) নেতৃত্বে মঙ্গলবার (৫ মার্চ) রাতে নাচোল উপজেলার মধ্যবাজার এলাকা হতে ভুয়া সচিবকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। আটককৃত আসামি হচ্ছেন নাচোল উপজেলার বেনীপুর গ্রামের তরিকুল ইসলামের ছেলে ইসমাইল হোসেন (২৯)। জেলা পুলিশ সামাজিক যোগাযোগ মাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানায় মোবাইলে বিটিসি এল এর “আলাপ” অ্যাপস ব্যবহার করে নিজেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সচিব পরিচয় দিয়ে জেলা পুলিশ সুপারের সরকারী নম্বারসহ অন্যান্য সরকারি নাম্বারে ফোনে প্রতারণা করে। নিজের পরিচয় গোপন করার জন্য সে বিটিসিএল এর” আলাপ” এ্যাপসের আইপি নাম্বার ব্যবহার করে। এ জেলায় চলমান ট্রোইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ পরীক্ষায় কনস্টেবল পদে তার ছোট ভাই সহ অন্যান্য প্রার্থীকে পুলিশ কনস্টেবল পদে চাকুরী দেওয়ার জন্য পুলিশ সুপারের সরকারি নাম্বারে বিভিন্ন সময়ে একাধিকবার তদবির করতে থাকে। পরে পুলিশ সুপারের নির্দেশক্রমে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভুয়া সচিব পরিচয় দানকারী আসামীকে আটক করতে সক্ষম হয় ডিবি পুলিশ। উক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ পূর্বক আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান পুলিশ।
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপারের সরকারি নাম্বারে নিজেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সচিব পরিচয়ে জেলায় চলমান কনস্টেবল পদে চাকরির তদবির..? গ্রেফতার হলে ডিবি’র হাতে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার ছাইদুল হাসান (বিপিএম-সেবা, পিপিএম-সেবা) সার্বিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অফিসার ইনচার্জ শহিদুল ইসলামের তত্ত্বাবধানে ও এসআই আসগর আলী (পিপিএম- সেবা) নেতৃত্বে মঙ্গলবার (৫ মার্চ) রাতে নাচোল উপজেলার মধ্যবাজার এলাকা হতে ভুয়া সচিবকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। আটককৃত আসামি হচ্ছেন নাচোল উপজেলার বেনীপুর গ্রামের তরিকুল ইসলামের ছেলে ইসমাইল হোসেন (২৯)।
জেলা পুলিশ সামাজিক যোগাযোগ মাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানায় মোবাইলে বিটিসি এল এর “আলাপ” অ্যাপস ব্যবহার করে নিজেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সচিব পরিচয় দিয়ে জেলা পুলিশ সুপারের সরকারী নম্বারসহ অন্যান্য সরকারি নাম্বারে ফোনে প্রতারণা করে। নিজের পরিচয় গোপন করার জন্য সে বিটিসিএল এর” আলাপ” এ্যাপসের আইপি নাম্বার ব্যবহার করে। এ জেলায় চলমান ট্রোইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ পরীক্ষায় কনস্টেবল পদে তার ছোট ভাই সহ অন্যান্য প্রার্থীকে পুলিশ কনস্টেবল পদে চাকুরী দেওয়ার জন্য পুলিশ সুপারের সরকারি নাম্বারে বিভিন্ন সময়ে একাধিকবার তদবির করতে থাকে। পরে পুলিশ সুপারের নির্দেশক্রমে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভুয়া সচিব পরিচয় দানকারী আসামীকে আটক করতে সক্ষম হয় ডিবি পুলিশ।
উক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ পূর্বক আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান পুলিশ।
Copyright © 2024 . All rights reserved.