সময় এখন এগিয়ে যাওয়ার ,পরিবর্তনের। কিন্ত এই এগিয়ে যাওয়ায় কখনো কখনো বাধা হয়ে ধারায় চুল ।চুল সুন্দর তো আপনি সুন্দর , তাহলে এই চুলের বিষয়ে সচেতন হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বর্তমানে চুল পড়ার সমস্যা সবচেয়ে বেশি দেখা দিচ্ছে রাত জাগার কারনে। চুলের যত্নে রাত জাগা একটি বড় সমস্যা হয়ে দাড়িয়েছে।
নানা কারণে ছেলেমেয়েদের মাথার চুল পড়ে। প্রতিদিন এক শ থেকে দেড় শ চুল পড়াটা স্বাভাবিক। মাথায় খুশকি হওয়ার জন্য সাধারণত খুব বেশি চুল পড়ে না। খুশকি দূর করার জন্য নিয়মিত খুশকিনাশক শ্যাম্পু ব্যবহার করা দরকার। গোসলের পর মাঝেমধ্যে স্টেরয়েড লোশন ব্যবহার করলে খুশকি নিয়ন্ত্রণে থাকবে। যেকোনো দীর্ঘমেয়াদি অসুখের কারণে শরীর অসুস্থ থাকলে চুল পড়ে। এ ছাড়া ছেলেদের হরমোন–সংক্রান্ত সমস্যার জন্য মাথায় টাক পড়ার আগে চুল পড়ে। কৈশোর থেকে যৌবনে প্রবেশের সময় এই সমস্যা দেখা দিতে পারে। সঠিক সময়ে চুলের যত্ন শুরু করলে এটিও নিয়ন্ত্রণে আনা সম্ভব।
সম্পূর্ণ প্রাকৃতিক ভাবে তৈরি এক্সেল হেয়ার অয়েল হলো তার অন্যতম। হোমমেড তেলের ক্ষেত্রে এর অথেনটিসিটি নিয়ে অনেক দ্বিধায় পড়তে হয়। এক্সেল হেয়ার অয়েল বিএসটিআই অনুমোদিত এবং ল্যাবটেস্টেড।
চুলের পরিচর্যার পাশাপাশি চুলের যত্নে এবং চুলের যেকোন সমস্যা সমাধানের জন্য শুধুমাত্র ভালো কিছু তেল ব্যাবহারই যথেষ্ট হতে পারে। এক্ষেত্রে ম্যানুফ্যাকচারিং তেলের চাইতে প্রাকৃতিক তেলই অধিক কার্যকরী।
চুলের সকল সমস্যা এবার চিরতরে বিদায় হবে। ব্যবহার করুতে পারেন এক্সেল শপের এক্সেল হেয়ার গ্রোথিং অয়েল।
চুল পড়া বন্ধ করতে সাহায্য করবে,
নতুন চুল গজাবে ইনশাআল্লাহ ,
চুল কালো, সিল্কি ও শাইনি হবে।
খুশকি দূর হবে,
চুলের গোড়া মজবুত করবে। চুল ঘন এবং লম্বা করতে সাহায্য করবে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক পুরস্কৃত এক্সেল হেয়ার অয়েল ব্যবহার করে এবং তাদের দেওয়া টিপসগুলো অনুসরণ করে মুক্তি পেতে পারেন চুলের সমস্যা থেকে।