।
প্রতিবেদন মো:আনোয়ার হোসেন (রাজ)
কচুয়া চাদঁপুর প্রতিনিধি /
আসন্ন চাঁদপুরের কচুয়া উপজেলা ষষ্ঠ পরিষদ নির্বাচনে কচুয়া উপজেলা মহিলা যুবলীগ, ও মুক্তিযোদ্ধার সন্তান শ্যামলী খান উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সোমবার বিকালে বৈরধল, মোড় বাজার গণসংযোগ করেন।
২ নং ইউনিয়নের সভাপতির, সালমান চৌধুরী কাহয়ুমের নেতৃত্বে গণসংযোগ
ও ছাত্রলীগ নিয়ে ঘর বৈঠক। বক্তব্যকালে
বক্তব্য রাখেন শ্যামলী খান বলেন আমি মুক্তিযোদ্ধার পরিবারের সন্তান,২০০১ সাল থেকে এই কচুয়া তে আসি গোলবাহার কে আই ডি পি তে আমার চাকরি হয় কয়েক বছর পর, আমার প্রমোশন হয় মতলব উত্তর দক্ষিণ কচুয়া এই তিন উপজেলার মানুষের সেবা করে আসছি এবং নিজে একটি প্রতিষ্ঠান দিয়েছে। শ্যামলী খান ম্যাটার্নিটি ক্লিনিক এখানে শুধু মায়েদের নরমাল ডেলিভারি করি।
আমি গত ৫ষ্ঠ নির্বাচনে প্রার্থী ছিলাম নির্বাচনের শেষ পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতা ছিলাম।
এবার আপনারা দোয়া সমর্থন দিলে আগামী ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন আমি করব।
এবং বিজয়ী হলে মহিলা বিধবা ভাতা ও কচুয়া ১২টি ইউনিয়নে যা উন্নতি করা লাগে তা করবো ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি।
স্থানীয় ৫নং ওয়ার্ডের মেম্বার ফয়সাল, ২নং পার্থৈয় ইউপি সদস্য রফিকুল ইসলাম মোল্লা, সভাপতি ২ নং পার্থের ইউনিয়ন ছাত্রলীগ ফয়সাল সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক ২নং প্রার্থৈয় ইউনিয়ন ছাত্রলীগ যুবলীগ, ও আওয়ামী লীগ নেতা কর্মীগণ ২নং প্রার্থী ইউনিয়নের বিজয়ী করার আশ্বাস প্রদান করেন।