মো: আসিফ ইসলাম,
পঞ্চগড় উপজেলা সংবাদদাতা
"সঠিক তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব" এই স্লোগান সামনে রেখে নানা কর্মসূচীর মধ্যদিয়ে পঞ্চগড় জেলার বোদা উপজেলায় উদযাপিত হয়েছে ৬ষ্ঠ জাতীয় ভোটার দিবস।
শনিবার (২ মার্চ) সকাল ১০:৩০ ঘটিকায় বোদা উপজেলা পরিষদ চত্বর থেকে বেলুন উড়িয়ে ও এক বর্ণাঢ্য র্যালির মাধ্যমে দিবসটি উদযাপন কার্যক্রমের শুরু করা হয়।
র্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে মোঃ শাহারিয়া নজির, উপজেলা নির্বাহী অফিসার, বোদা, পঞ্চগড় এর সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ ফারুক আলম টবি, চেয়ারম্যান, উপজেলা পরিষদ ও সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ, বোদা উপজেলা শাখা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মকলেছার রহমান জিল্লু, ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ ও লক্ষী রানী বর্মন, ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ। এছাড়াও এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীসহ প্রেস ও ইলেক্ট্রোনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
মোঃ ফারুক আলম টবি (চেয়ারম্যান) বলেন, এবারের ভোটার দিবসের প্রতিপাদ্য বিষয় হচ্ছে- "সঠিক তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব"
এই অঙ্গিকারের কথাটি কিন্তু ফাঁকা বুলি হওয়া উচিত না। এটা অবশ্যই অর্থবহ এবং অর্থবহ হতে হবে। যেকোনো অঙ্গিকার অর্থবহ এবং সেই অঙ্গিকার অন্তরে লালন করতে হবে। শুধু মুখের উক্তি দিয়ে প্রচার করলেই হবে না, একে অন্তরে লালন এবং ধারণ করতে হবে। আগামী সংসদ নির্বাচনে মুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, আমাদের চেতনা কি, নাগরিক হিসেবে আমরা নিজেদের কোথায় নিতে চাই- সেটা নির্ভর করে নির্বাচনে আমরা কাকে নির্বাচন করছি। গণতান্ত্রিক নিয়মে একজন জেলা প্রশাসাক কিংবা রাস্তার পাশের পান বিক্রেতার ভোটের মূল্য সমান। সুতরাং আমরা নিজেরা সচেতন হওয়ার পাশাপাশি সকল শ্রেণি পেশার নাগরিকদের সচেতন করতে হবে। যেন আমরা সকলে মিলে মনের খুশিমত, একজন যোগ্য মানুষকেই ভোট দিয়ে নির্বাচন করি।