মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান থেকে গত কাল বৃহস্পতিবার 29/02/2024ইং তারিখে অনুমান 4/5 টার দিকে মাহিম নামের একটি ছেলে সিরাজদিখান হতে হারিয়ে যায়, হারিয়ে যাওয়ার সময় তার পরনে কালো রং এর পাঞ্জাবী ছিল, ছেলেটি একটু কম কথা বলে, পিতা মাতার নাম ঠিকানা ঠিক মতো বলতে পারেনা, শুধু দাদার নাম তৈয়ব সর্দার, সিরাজদিখান বলতে পারে। ছেলেটি গরিব ও অসহায় পরিবারের একজন সন্তান।
যদি কোন হৃদয়বান ব্যক্তি ছেলেটির সন্ধান পান তাহলে এই নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোঃ জাকির হোসেন মেম্বার (সদস্য ৮ নং রশুনিয়া ইউনিয়ন পরিষদ) মোবাইল ঃ 01748563719
মাহিমের গায়ের রং শ্যামলা বর্ণ , হালকা পাতলা স্বাস্থ্য, মাথার চুল কালো উচ্চতা অনুমান ৪ ফুটের মতো,