পুলিশ সপ্তাহ-২০২৪ উপলক্ষে বাংলাদেশ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণের উদ্দেশ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর দিকনির্দেশনামূলক ভাষণ প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশ সুপার যশোর।
অদ্য ২৯/০২/২০২৪খ্রিঃ মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে পুলিশ সপ্তাহ-২০২৪ উপলক্ষে বাংলাদেশ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণের উদ্দেশ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর দিকনির্দেশনামূলক ভাষণ প্রদান অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের পক্ষ হতে সাতজন উর্ধ্বতন কর্মকর্তাগণ বক্তব্য দেয়ার সুযোগ পান।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশের উজ্জ্বল নক্ষত্র, সৎ, দক্ষ, মেধাবী ও স্মার্ট পুলিশ অফিসার যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার), পিপিএম মহোদয়।