মাইন উদ্দিন
উপজেলা প্রতিনিধি
লক্ষীপুরের রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪ ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল নয় ঘটিকার সময় জাতীয় পতাকা ও কলেজ পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্ভোধন করা হয়।উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন প্রিন্সিপাল ফারুকী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জনাব মু. নুরুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিন্সিপাল কাজী ফারুকী ইন্সটিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজির ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইঞ্জিনিয়ার জনাব কাজী রাসেল, স্কুল শাখার প্রধান শিক্ষক জনাব সাইফুল ইসলাম ও কলেজ ভারপ্রাপ্ত অধ্যাপক জনাব আনিসুর রহমান। উদ্ভোধনী অনুষ্ঠানে অধ্যক্ষ জনাব মু. নুরুল আমিন সকলকে লেখা পড়ার পাশাপাশি খেলাধুলা ও মননশীলতার উপর গুরুত্বারোপ করেন এবং সুশিক্ষিত হওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেন। এ পরপরই বার্ষিক ক্রীড়া শেষে বেলা এগারো ঘটিকায় বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব গৌতম চন্দ্র মিত্র, জেলা শিক্ষা অফিসার, লক্ষিপুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সাইফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রায়পুর, আলহাজ্ব মিজানুর রহমান ভুইয়া, ভাইস চেয়ারম্যান প্রফেসর কাজী ফারুকী কল্যান ট্রাস্ট জনাব সাইফুল ইসলাম প্রধান শিক্ষক, প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল, জনাব ইঞ্জিনিয়ার কাজী রাসেল, ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী ফারুকী সাইন্স এন্ড টেকনোলজি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মু. নুরুল আমিন, অধ্যক্ষ প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজ। অনুষ্ঠান পরিচালনা করেন জনাব আনিসুর রহমান, ভারপ্রাপ্ত অধ্যাপক, প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজ। অনুষ্ঠানে বক্তারা লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের জাতি গঠনের উপযোগী করে নিজেদের তৈরি করার উপর গুরুত্বারোপ করেন। ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমান ভুইয়া বিশেষ অতিথির বক্তব্যে বলেন খেলাধুলা হলো লেখাপড়ার অংশবিশেষ, শিক্ষার্থীদের শুধুমাত্র লেখাপড়া ভালো হলেই হবেনা সেই সাথে খেলাধুলায় ও তাদের পারদর্শী হতে হবে। প্রধান অতিথির বক্তব্যে জনাব গৌতম চন্দ্র মিত্র বলেন লক্ষিপুর জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল অ্যান্ড কলেজ তারা লেখাপড়ায় যেমন পারদর্শী তেমনি খেলাধুলায়ও তারা বেশ এগিয়ে। বিভিন্ন সৃজনশীলতায় তারা কৃতিত্বের স্বাক্ষর রেখে চলেছে। তিনি যুগের সাথে তাল মিলিয়ে একবিংশ শতাব্দীর অন্যতম চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষক ও শিক্ষার্থীদের একযোগে কাজ করা ও সরকারের নতুন কারিকুলাম বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করার আহবান জানান। সভাপতির বক্তব্যে অধ্যক্ষ জনাব মু.নুরুল বিভিন্ন বিভাগে বিজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং ভবিষ্যতে এর ধারাবাহিকতা বজায় রাখার উপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।