মো: জহিরুল ইসলাম (রুবেল)
স্টাফ রিপোর্টার
এসআই(নিঃ) সুমন চন্দ্র সরকার, এসআই(নিঃ) মোভহাম্মদ সাইফুল ইসলাম সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানাধীন দিঘারকান্দা সাকিনস্থ ঢাকা বাইপাস সংলগ্ন ওয়ালটন প্লাজা শো-রুমের সামনে শ্রী নিমাই গৌর এর চায়ের দোকানের উত্তর পাশে ফাঁকা জায়গায় হইতে গত ২৮ ফেব্রুয়ারি বিভিন্ন ব্যান্ডের ১৮টি চোরাই মোবাইল সেটসহ চোর চক্রের সদস্য ১। রেদুয়ান ইসলাম রিফাত (২২), পিতা-রফিকুল ইসলাম, মাতা-দিলরুবা খাতুন, সাং-ধেরুয়া কারেহা, থানা-গৌরীপুর, ২। মোঃ মাসুম (২৭), পিতা-চাঁন মিয়া, মাতা-মোছাঃ খালেদা বেগম, সাং-থানাঘাট (আরিফ ড্রাইভারের বাড়ীর পাশে), থানা-কোতোয়ালী, উভয় জেলা-ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিদ্বয় দীর্ঘদিন যাবৎ মোবাইল সেট চুরির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত।আসামী বিরুদ্ধে রেদুয়ান ইসলাম রিফাত (২২)এর ০১টি ছিনতাই মামলা আছে।
উদ্ধারকৃত ১৮ টি মোবাইল সেট উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত ০২ জন আসামীর বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করে আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।