মুহাম্মদ সাইদুল ইসলাম সানাউল্লাহ ক্রাইম রিপোর্টার
বরিশালের চরমোনাই মাহফিলে তিন দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল শুরু হয়েছে। এবার মাহফিলে প্রায় এক কোটি মুসল্লির সমাগম হবে বলে আশা করছেন মাহফিল কর্তৃপক্ষ (বাংলাদেশ মুজাহিদ কমিটি)।
আজ বুধবার ২৮ ফেব্রুয়ারি বাদ জোহরের নামাজের পর চরমোনাই 'র পীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের পীর সাহেবর বয়ানের মাধ্যমে উক্ত মাহফিলের সূচনা শুরু।
উদ্বোধনী বয়ানে পীর সাহেব চরমোনাই মুসল্লির উদ্দেশ্যে বলেন, চরমোনাই মাহফিল দুনিয়াবি পাওয়ার উদ্দেশ্যে নয়। বরং পথভোলা মানুষকে আল্লাহর সঙ্গে পরিচয় করিয়ে দেয়ার জন্যই প্রতি বছর চরমোনাই মাদ্রাসার মাঠে ২ টি মাহফিলের আয়োজন করা হয়। এটা হচ্ছে ২য় মাহফিল তথা ফাল্গুনের মাহফিল
তিনি আরো বলেন, এখানে দুনিয়াবি কোনো উদ্দেশ্যে নিয়ে যদি কেউ এসে থাকেন তাহলে তার নিয়ত কে পরিবর্তন করে আত্মশুদ্ধি করে নিন।
চরমোনাইয়ে যারা নতুন এসেছেন, তারা দুনিয়ার ধ্যান-খেয়াল বিদায় করে আখেরাতের ধ্যান-খেয়া অন্তরে জায়গা করে নিন। দিল থেকে বড়ত্ব এবং আমিত্ব ভাব বের করে দিয়ে আল্লাহর কুদরতি পায়ে নিজেকে বিলীন করে দিতে হবে। সদা-সর্বদা আল্লাহ