আনুমানিক ২ মাস পূর্বে মোছাঃ আকলিমা খাতুন নামে এই ব্যাক্তি নিজ বাসা থেকে হারিয়ে গেছে। সে মানসিক ভারসাম্যহীন । তার পরিবার ও আত্মীয়-স্বজন কেও তাকে খুজে পাচ্ছে না। কোন সহৃদয়বান ব্যক্তি তিনাকে দেখতে পেলে। যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হইল।
যোগাযেগের ঠিকানাঃ
পিতা-মোঃ আয়নাল, গ্রাম-গোছহাটা, ডাকঘর-কালিয়াগঞ্জ, বিরল, দিনাজপুর।
মোবাইলঃ 01316797419
পোস্টটি সকলে শেয়ার করে দিন।