ইব্রাহিম আলম সবুজ কুড়িগ্রাম সংবাদদাতাঃ
কুড়িগ্রামে আগুনে পুড়ে আব্দুল হাই (৭০) নামের এক শিক্ষকের বসত ভিটা ঘরবাড়ি পুড়ে ছাই হয়েগেছে।এসময় তার ৫ টি ঘর আগুনে পুড়ে যায়। আব্দুল উলিপুর উপজেলার দলদলিয়া ইউনিয়নের বাসিন্দা। তিনি দলদলিয়া ইউনিয়ন কপূর্রা বালিকা দাখিল মাদ্রাসার অবসর প্রাপ্ত শিক্ষক ছিলেন।এ ঘটনায় ঘরবাড়ি হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন তিনি।
গত রবিবার ১৮ ফেব্রুয়ারী রাতে হঠাৎ আগুনে ওই শিক্ষকের বসতবাড়ি পুড়ে যায়।তবে আগুন লাগার কারন জানা যায় নাই।
জানা গেছে,আব্দুল হাই মাস্টারের জমি জমা তিস্তা নদীর গর্ভে বিলীন হয়ে যায়। একমাত্র বসতিভিটা ছিল তার সম্বল।সেই বসতবাড়ি আগুনে পুড়ে নিঃস্ব হয়ে যান তিনি। বর্তমানে তিনি অন্যের বাড়িতে আশ্রয় নিয়ে মানবেতর জীবনযাপন করছেন।সরকারি সহযোগিতা পেলে হয়তো ওই শিক্ষকের মাথা গোজার ঠাই হতো বলে জানান স্থানীয়রা।
আব্দুল হাই বলেন, ঘরে কেবা কারা আগুন লাগিয়েছে জানি না।জীবনে বাচার তাগিদে ঘর থেকে এক কাপড়ে দৌড়ে বের হয়ে এসেছি।এখন আমার কি হবে জানি না।আমার একটা ঘর হলে রাতে অন্তত ঘুমাতে পারতাম।
প্রতিবেশী বীর মুক্তিযোদ্ধা ইসাহাক আলী জানান অগ্নিকান্ডে ধূলিৎসাত হওয়ার পরে শিক্ষকের পরনে পরিধান করার মত কোন কাঁপড় ছিল না।আমি নিজে একটা লুঙ্গি দিয়েছি।বর্তমানে তিনি খুবই অসহায়।
দলদলিয়া ইউপি চেয়ারম্যান মোঃ লিয়াকত আলী জানান, আমার পরিষদের পক্ষ থেকে সহযোগিতা করার চেষ্টা চালাচ্ছি।
উলিপুর উপজেলা নির্বাহী অফিসার বলেন আমি বিষয় টি মৌখিক ভাবে অবগত হয়েছি এব্যাপারে লিখিত আবেদন করলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইব্রাহিম আলম সবুজ
কুড়িগ্রাম সংবাদদাতা।
তাং ২১/০২/২০২৪ইং।
মোবাঃ ০১৭১২০০০৫৪০