today visitors: 5073432

আইসিটি মামলায় এক বছর কারাভোগের পর নাজিরপুর উপজেলা বিএনপির সদস্য সচিব জামিনে মুক্ত 

 

 

নাজিরপুর (পিরোজপুর) থেকে মাজেদুল কবীর রাসেল :–

 

পিরোজপুরের নাজিরপুরে তথ্য প্রযুক্তি মামলায় উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসান খান জামিনে মুক্তি পেয়েছেন, মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তিনি বরিশাল কারাগার থেকে মুক্ত হন।

 

 

তার আইনজীবী ওয়াহিদুজ্জামান সোহেল ওই নেতার জামিনে মুক্তির তথ্য নিশ্চিত করে জানান, তথ্য প্রযুক্তি মামলায় ওই নেতা গত ৮ ফেব্রুয়ারি হাইকোটে থেকে জামিন পান। পরে রাষ্ট্রপক্ষ তার জামিনের স্থাগিতাদেশ চেয়ে আপিল করলে সুপ্রীমকোট ওই জামিন বহাল রাখেন।

 

পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক জনাব মোঃ আলমগীর হোসেন বলেন, বিএনপির ওই নেতা দীর্ঘ একবছর ১২ দিন কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন। গত ২০২২ সালের ২৫ সেপ্টেম্বর স্থানীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা নয় জন কে নামীয় এবং আরো অসংখ্যদের অজ্ঞাত করে ওই মামলাটি করেন। পরে গত ২০২৩ সালের ৯ ফেব্রুয়ারি তিনি সহ পাঁচ নেতাকর্মী জেলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন চাইলে আদালত না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।

 

 

উল্লেখ্য সামজিক যোগযোগ মাধ্যমে দেওয়া একটি স্ট্যাটাস কে কেন্দ্র করে মামলা টি দায়ের করা হয় । দায়ের হওয়া মামলায় তদন্ত শেষে গত বছরের ২৮ আগষ্ট ১১ জনের বিরুদ্ধে চার্জ প্রদান করেন তদন্ত কর্মকর্তা।

 

 

 

মাজেদুল কবীর রাসেল

মোবাইল :- ০১৭১১৯৫৩৯৪২