জাবির আহম্মেদ জিহাদ
‘সেবার ব্রতে চাকরি ’—এই শ্লোগানে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ-২০২৪ কার্যক্রমের ২য় দিন সম্পন্ন হয়েছে।
১৭ ফ্রেবুয়ারী (শনিবার)সেবার ব্রতে চাকরি’ এই প্রত্যয়ে স্মার্ট পুলিশ গড়ার লক্ষ্যে বাংলাদেশ পুলিশে নতুন নিয়মে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষার ২য় দিনে Physical Endurance Test (PET)- এর ২০০ মিটার দৌড়, পুশ-আপ, লং জাম্প, হাই জাম্প অতন্ত্য সুষ্ঠু, সুশৃঙ্খল ও নিরপেক্ষ ভাবে সম্পন্ন হয়েছে।
Physical Endurance Test (PET) পরীক্ষা কার্যক্রমে জামালপুর জেলার নিয়োগ বোর্ডের সম্মানিত সভাপতি জনাব মোঃ কামরুজ্জামান বিপিএম, পুলিশ সুপার, জামালপুর এবং নিয়োগ বোর্ডের সম্মানিত সদস্য জনাব শাহ শিবলী সাদিক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), নেত্রকোনা; জনাব মোঃ সুমন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল), ময়মনসিংহ সহ পুলিশ হেডকোয়ার্টার্স এর প্রতিনিধি জনাব শাহরিয়ার আলী, পুলিশ সুপার, পুলিশ টেলিকম, পুলিশ হেডকোয়ার্টার্স,ঢাকা; জনাব তপন রঞ্জন ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার, পুলিশ হেডকোয়ার্টার্স,ঢাকা ও জেলা পুলিশের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণের উপস্থিতিতে চাকরি প্রার্থীদের Physical Endurance Test (PET) পরীক্ষার অংশ সম্পন্ন হয়।
পুলিশ সুপার মহোদয় প্রার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘আমি তোমাদের ধন্যবাদ জানাতে চাই, অনেকটাই শৃঙ্খলভাবে তোমরা ১ম ও ২য় দিনের কার্যক্রমে অংশগ্রহণ করেছো এবং পরবর্তী দিনের জন্য উত্তীর্ণ হয়েছো।
তিনি আরো বলেন সামনের যাত্রা গুলোও আরো বেশি গুরুত্বপূর্ণ। সম্পূর্ণ মেধা, স্বচ্ছতা ও শারীরিক যোগ্যতার মধ্যে দিয়ে তোমাদের নিয়োগ হবে।
তাই কোনো রকম প্রতারণার শিকার হবে না তোমরা, কোনো রকম দালাল এর খপ্পরের পাল্লায় পড়বে না তোমরা।
পরবর্তী ইভেন্টর জন্য প্রার্থীদের মেন্টালি প্রিপারেশন নিয়ে মাঠে আসার কথা বলেন। যদি কেউ নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত কাগজপত্র আগামীকাল দেখাতে ব্যর্থ হও তাহলে, তোমাদের কোন ইভেন্টেই অংশগ্রহণ করতে দেওয়া হবে বলে উল্লেখ করে সকলকে ডিসিপ্লেন ওয়েতে যথা সময়ে মাঠে উপস্থিত হওয়ার আহ্বান জানান।