today visitors: 5073432

৪৬ তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার তারিখ নির্ধারন

 

 

অমিতাভ:

 

৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ২৬ এপ্রিল নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

 

 

রোববার (১৮ ফেব্রুয়ারি) কমিশনের এক বিশেষ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। পিএসসি সূত্রে এ তথ্য জানা গেছে।

 

এর আগে, ৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রবেশপত্র প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বৃহস্পতিবার রাত থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারছেন প্রার্থীরা।

 

এই বিসিএসে আবেদনকারী প্রার্থীরা পরীক্ষায় অংশগ্রহণের জন্য  নিজের আইডি ও পাসওয়ার্ড দিয়ে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।

 

 

উল্লেখ্য, আগের বিসিএসগুলোতে আবেদনের সঙ্গে সঙ্গে প্রবেশপত্র ডাউনলোড করার সুযোগ ছিলো ৷ তবে ৪৫তম থেকে প্রথমবারের মতো সেই সুযোগ বন্ধ করে দেয়া হয়।

 

এবারও আবেদনের সঙ্গে সঙ্গে প্রবেশপত্র ডাউনলোড করার সুযোগ দেয়নি পিএসসি।