ক্যাম্পাস প্রতিনিধি:
বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি জীবনানন্দ দাশের ১২৫ তম জন্মদিন আজ ৷ তিনি ১৮৯৯ সালের ১৭ ফেব্রুয়ারি বরিশালে জন্মগ্রহণ করেন ৷ তার পিতা সত্যানন্দ দাশ ও মাতা কুসুম কুমারী দাশ ৷ তার রচিত সাহিত্যকর্মগুলো বাংলা সাহিত্যের স্বতন্ত্র ও অমূল্য সম্পদ ৷ বাংলা ভাষা, বাঙালি ও বাংলা প্রকৃতির সাথে মিশে আছে শুদ্ধতম কবির কবিতা ৷
তার জন্মদিন উপলক্ষে জন্মস্থান বরিশালে শুরু হয়েছে তিন দিন ব্যাপী জীবনান্দ মেলা ৷ "প্রশান্তিই প্রাণরণনের সত্য শেষ কথা ", এই মূল প্রতিপাদ্যকে সামনে রেখে মেলার আয়জন করেছে বরিশালের সরকারি ব্রজমোহন কলেজের "উত্তরণ" সাংস্কৃতিক সংগঠন ৷
বরিশালের সরকারি ব্রজমোহন কলেজ (বিএম) এর মূল ভবন পদার্থ বিজ্ঞান বিভাগের সামনের মাঠে এ মেলার আয়োজন করা হয় ৷
আজ ১৭ ফেব্রুয়ারি সকাল ১০ টায় জাতীয় পতাকা উত্তোলন করা হয় ৷ এরপর বেলুন ও পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন করেন বিএম কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল প্রফেসর ডাঃ এ এস কাইয়ুম উদ্দিন আহমেদ।
এরপর কবির স্মৃতিতে পূষ্পার্ঘ অর্পণ,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ৷ এসময় কলেজের অন্যান্য শিক্ষকবৃন্দ ও উত্তরণের কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন ৷
মেলা উপলক্ষে বইয়ের স্টল সহ বাঙালি ঐতিহ্যের পসরা নিয়ে কিছু স্টল সাজিয়েছেন দোকানিরা, সেই সাথে নানান ধরনের পিঠার স্টল দেখা গেছে ৷
এছাড়া, বিকেলের অনুষ্ঠান সূচিতে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, চিত্রাংকণ প্রতিযোগিতা, প্রদীপ প্রজ্জ্বলন সহ বেশ কিছু কর্মসূচী রয়েছে ৷
মেলাটি চলবে শনি,রবি ও সোমবার সকাল ১০ টা থেকে রাত ১০ টা পর্যন্ত ৷