মোঃ শরিফ বিল্লাহ
ডোমার উপজেলা প্রতিনিধি
সবাই যখন ঘুমাতে ব্যাস্ত ঠিক তখন পুড়তেছিলো কয়েকজন মানুষের ব্যাবসা প্রতিষ্ঠান। ঘটনাটি ঘটেছে নীলফামারি জেলার ডোমার উপজেলা শুকনাপুকুর বাজারে। শনিবার ভোররাত আনুমানিক ৩.৩০ মিনিটে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
অগ্নিকান্ডের ঘটনায় ৭ টি দোকান পুড়ে ছাই।যার মধ্যে ছিলো মুদি দোকান, ফিডের দোকান, অলনাইন ফটোকপির দোকান।
সবমিলিয়ে যার ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৩০ লক্ষ টাকা বা ততোধিক।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,
আনুমানিক রাত ৩.৩০ মিনিটে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
আগুনের সুত্রপাত হিসেবে জানা যায়, পুড়ে যাওয়া দোকানের মধ্যে একটি কনফেকশনারি দোকানে গ্যাসের চুলা বন্ধ করতে ভুলে দোকান বন্ধ করে চলে যান দোকানের মালিক। এখান থেকেই আগুনের সূত্রপাত হতে পারে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
পরে ফায়ারসার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন।