ভোলা প্রতিনিধি প্রথম বুলেটিন
দ্বীপজেলা ভোলার বোরহানউদ্দিন উপজেলার দিন মজুরের মেয়ে আয়েশা আক্তার সীমা জামালপুরের শেখ হাসিনা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন ।
তার লেখাপড়ার দায়িত্ব নিলেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল এমপি।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বোরহানউদ্দিন উপজেলার এমপির নিজ বাসভবনে মেডিকেল চান্স পাওয়া ছাত্রী ও তার বাবার সাথে কৌশল বিনিময় করেন এমপি মুকুল।
পরে এমপি আলী আজম মুকুল বলেন, আমার বোরহানউদ্দিনের মেধাবী শিক্ষার্থী চলতি বছরের মেডিকেল কলেজের ভর্তি পরিক্ষায় শেখ হাসিনা মেডিকেল কলেজ জামালপুরে চান্স পায়। এরপরও তাকে পাড়ি দিতে হবে লম্বা পথ। আর এই পথের সারথি হিসাবে আমি থাকবো তার সাথে। আমি তার পড়াশুনার সকল খরচের দ্বায়িত্ব বহন করবো । আজ তার প্রাথমিক যাত্রাও শুরু করেছি। তার ভর্তি প্রক্রিয়ার যাবতীয় খরচের ব্যবস্থাও করেছি।
পরে তিনি মেধাবী শিক্ষার্থী আয়েশা আক্তার সীমাকে মনোযোগ সহকারে পড়াশোনা করতে পরামর্শ প্রদান করেন।
জানা যায়, বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়ন বাটামারা গ্রামের দিন মজুর মোঃ শফিক হোসেনের মেয়ে আয়েশা আক্তার সীমা । অভাবের সংসারে বড় হয়েও প্রতিটা পরীক্ষায় তিনি ভাল রেজাল্ট করেন। দিন মজুর পিতার সন্তান হয়েও মেয়েটি বোরহানগঞ্জ বাজারের ডোরস স্কুল থেকে এসএসসি এবং সরকারী আব্দুল জাব্বার কলেজ থেকে এইচএসসি পাস করে। চলতি বছরের মেডিকেল কলেজের ভর্তি পরিক্ষায় শেখ হাসিনা মেডিকেল কলেজ জামালপুরে চান্স পায়।
তার এই সাফল্য অর্জন করায় এমপি মুকুল তাকে এবং তার দিনমজুর পিতাকে অভিনন্দন জানান।
উল্লেখ্য যে, গত ৯ ফেব্রুয়ারি ২০২৩-২৪ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে দিনমজুর পিতার মেয়ে আয়েশা আক্তার সীমা। তারপর গত ১১ ফেব্রুয়ারি ২০২৪ ইং তারিখে ফলাফল প্রকাশিত হলে সে জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন ।