রহিদুল ইসলাম, রাজশাহীঃ
রাজশাহী নগরীতে নৈতিকতা বিবর্জিত ও বিতর্কিত শিক্ষাক্রম বাতিল এবং কল্যাণমুখী শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, রাজশাহী মহানগর শাখা।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজশাহী মহানগর শাখা প্রচার সম্পাদক জীবন মাহমুদ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিক্ষোভ মিছিলটি আজ বুধবার সকাল সাড়ে আটটায় রাজশাহী মহানগর ছাত্রশিবিরের সভাপতি মো: সিফাত আলম এর নেতৃত্বে মিছিলটি রেলস্টেশন সংলগ্ন সড়ক প্রদক্ষিন করে মিছিলটি শেষ করা হয়।
এ সময় মহানগর সভাপতি বলেন, জাতি গঠনের প্রধান হাতিয়ার শিক্ষাক্রমকে আজকে নষ্ট করার ষড়যন্ত্র চলছে। শিক্ষা ব্যবস্থাতে শুধু নাস্তিকতা নয়, এখানে নাস্তিকতা পৌত্তিলিকতা ছাত্রসমাজকে অনৈতিক ও ধর্ষক হিসাবে গড়ে তুলা হচ্ছে। আমরা ছাত্রসমাজের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
তিনি আরও বলেন, এখন আমাদের মাদরাসার শিক্ষাক্রম ও পাঠ্যবইএ পৌত্তলিকতা, অশ্লীলতা, মূর্তির ছবি দেওয়া হচ্ছে। আজকে আমাদের এই শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামীক মূল্যবোধকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে। আমাদের এই শিক্ষাক্রমের মানচিত্রে ফিলিস্তিনী বাষ্ট্রের বদলে ইসরাইলী যে রাষ্ট্র তা প্রতিষ্ঠা করার ষড়যন্ত্র চলছে। আমরা সরকারকে জানিয়ে দিতে চায়। এই শিক্ষা ব্যবস্থাকে যে নষ্ট করার যে ষড়যন্ত্র হচ্ছে তা মেনে নেওয়া হবে না। আমরা সকলে একত্রিত হয়ে এই বিতর্কিত শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করতে চাই।