today visitors: 5073432

গাজীপুরে মাওনা ইউনিয়নের জনপ্রিয়তার চেয়ারম্যান খোকন ভাইয়ের মুক্তি

শ্রীপুর প্রতিনিধি প্রথম বুলেটিন

জনপ্রতিনিধি কাজ হলো জনগনের অধিকার রক্ষা করা। ফরচুন শিল্পগ্রুপ স্থানীয় ৩০-৪০টি পরিবারের রাস্তা বন্ধ করে দিয়েছেন। আর সেসব অসহায় মানুষের অধিকার নিশ্চিতে নিজ দায়িত্বে চেয়ারম্যান গিয়েছিলেন সেখানে।

জনগনের অধিকার নিশ্চিত করতে গেলেও উক্ত শিল্পগ্রুপটি চেয়ারম্যানের বিরুদ্ধে চাদাবাজী ও অপহরণ মামলা করে জেলে দিলেন। তারা একটুও ভাবলেন না, সাধারণ জনগনের কি প্রতিক্রিয়া হতে পারে?

আর এখানে একজন জনপ্রতিনিধির ভূমিকা কি হতে পারেন একটু ভেবে দেখুন।

জাহাঙ্গীর আলম খোকন নৌকা প্রতিকের আওয়ামীলীগের হয়ে দুইবারের নির্বাচিত চেয়ারম্যান।

তিনি একজন চেয়ারম্যান হয়েও উপজেলা জুড়ে বিপুলসংখ্যক কর্মী তৈরী করেছেন। মাননীয় প্রধানমন্ত্রীর তৃণমূলের উন্নয়ণে কাজ করছেন।

তৃণমূলের একজন জনপ্রতিনিধিকে যেভাবে এখানে হেনস্থা করা হলো, যেন এ শিল্পগ্রুপটি আওয়ামীলীগের গায়ে লাথি দিয়ে দিল।

হাজার হাজার ইউনিয়নবাসী চোখের জ্বলে ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের দোয়ায় জাহাঙ্গীর আলম খোকন আজ   মুক্তি পেলেন

আর আমাদের পুলিশ প্রশাসন যা দেখালো তা অনেকটা ইতিহাস হয়েই থাকবে। তদন্ত নেই, বলা নেই থানায় চায়ের দাওয়াত দিয়ে গ্রেপ্তার দেখালো চেয়ারম্যানকে । যিনি অসুস্থ, সম্প্রতি থাইল্যান্ড থেকে চিকিৎসা নিয়ে এসেছেন।

আক্ষেপ লাগে থানার শিকের ভেতর থেকে আসামী পালিয়ে যায় তাদের কোন জবাবদিহি নেই।

এ ঘটনার পূর্নাঙ্গ তদন্ত করতে হবে, তবে জেলা ও থানা পুলিশ দিয়ে নয়। বাংলাদেশ পুলিশের চৌকস ইউনিট দিয়ে তদন্ত করতে হবে। মিথ্যা অভিযোগ যারা দিয়েছেন তাদেরকেও আইনের আওতায় আনতে হবে।