ঝালকাঠি সদর উপজেলা অপরাজিতা নেটওয়ার্কের মতবিনিময় সভা অনুষ্ঠিত

 

 

শাহরিয়া সিমান্ত ঝালকাঠি :

সুইজারল্যান্ড সরকারের আর্থিক সহযোগিতায় ও হেলভেটাস বাংলাদেশ এর তত্বাবধায়নে বেসরকারি উন্নয়ন সংস্থা ” রূপান্তর ”ঝালকাঠি জেলায় বাস্তবায়ন করছে অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্প। আজ ১৫ ফেরুয়ারী ২০২৪ এর প্রোগ্রামে ঝালকাঠি প্রেসক্লাব হল রুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত প্রকল্পের আওতায় ঝালকাঠি প্রেসক্লাব হল রুমে উপজেলার ১০ টি ইউনিয়নের চেয়ারম্যান, সচিব ও মেম্বরদের সমন্বয়ে ৫৫ জন জনপ্রতিনিধিদের নিয়ে জেন্ডার ও নারীর রাজনৈতিক ক্ষমতায়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী অফিসার অনুজা মন্ডল সভাপতিত্ব করেন ঝালকাঠি সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী। রূপান্তর এর প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন প্রকল্পের বিভাগীয় সমন্বয়কারী ঝুমু কর্মকার, এডভোকেসি এন্ড ক্যাম্পেইন অফিসার নুর ই আযম হায়দারী, ঝালকাঠি জেলা সমন্বয়কারী উজ্জ্বল কুমার পাল ও সাহিদা বানু সোনিয়া, উপজেলা কর্ডিনেটর শাহানাজ পারভীন ও সঞ্জীব কুমার পাল।