বিএম কলেজে সরস্বতী পুজা অনুষ্ঠিত 

 

 

স্টাফ রিপোর্টার:

 

আজ বিদ্যা ও সংগীতের দেবী সরস্বতী পুজা ৷ সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সকাল থেকেই নানা আয়োজনের মধ্য দিয়ে পূজিত হচ্ছেন বিদ্যার আরাধ্য দেবী সরস্বতী ৷

বরিশালের সব শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অনুষ্ঠিত হচ্ছে সরস্বতী পুজা ও বাণী অর্চনা ১৪৩০ ৷

 

নগরীর সরকারী ব্রজমোহন কলেজে ২৪ টি বিভাগে আলাদা আলাদা মঞ্চে একই মাঠে অনুষ্ঠিত হচ্ছে এ পুজা ৷ কলেজের মূল ভবন পদার্থ বিজ্ঞান বিভাগ মাঠে সকাল সাড়ে আটটা থেকে পুষ্পাঞ্জলী মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে শুরু হয় দেবী সরস্বতীর আরাধনা ৷নিজ নিজ বিভাগ থেকে মন্ডপগুলোতে পৌরহিত্য করছেন শিক্ষার্থীরা ৷

 

 

পুজা উপলক্ষে কলেজটি সেজেছে উৎসবমুখর পরিবেশে ৷ঢাঁক-কাসঁর ধ্বণিতে মুখরিত হয় ক্যাম্পাস ৷ সকাল থেকেই শিক্ষক-শিক্ষার্থী সহ সকল স্তরের মানুষের উপস্থিতি দেখা গেছে ৷ ধর্ম বর্ণ নির্বিশেষে একাত্ম হয়েছে সবাই ৷

 

শিক্ষার্থীরা অনুভূতি প্রকাশ করে বলেন, “আজ পহেলা ফাল্গুন,একদিকে বসন্তের প্রথম দিন,অন্যদিকে ভালবাসা দিবস,তার সাথে সরস্বতী পুজা আলাদা আমেজ সৃষ্টি করেছে ৷ একই দিনে এ তিন উৎসব হওয়ায় লোকের সমাগম একটু বেশিই অন্য বছরের থেকে ৷”

 

কলেজের অধ্যাক্ষ,প্রসাশন,পুজা উদযাপন কমিটির সদস্যবৃন্দ পুজার মন্ডপগুলো পরিদর্শন করেছেন ৷ পুজা নির্বিঘ্নে সম্পাদনের লক্ষে নিরাপত্তা কর্মীদের বিশেষ ব্যবস্থা ছিলো ৷

পুজা উপলক্ষে বিকেলে এক সাংস্কৃতিক অনুষ্ঠান একই মাঠে অনুষ্ঠিত হবে ৷এদিকে অসমাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যেয় জানিয়েছেন উৎসবে যোগ দেয়া বিশিষ্ট জনেরা ৷