আন্তর্জাতিক ডেস্ক :
অধিকৃত ক্রিমিয়া উপদ্বীপে রাশিয়ার ব্ল্যাক সি ফ্লিটের একটি ল্যান্ডিং জাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি করছে ইউক্রেন। কিয়েভের দাবি, ড্রোন হামলায় জাহাজটি ক্ষতিগ্রস্ত হয় ও পরবর্তীতে ডুবে যায়। বুধবার (১৪ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে লন্ডনভিত্তিক গণমাধ্যম দ্য গার্ডিয়ান।
জাহাজে হামলার একটি ভিডিও প্রকাশ করেছে ইউক্রেনের সামরিক গোয়েন্দারা। এতে দেখা যায়, ক্রিমিয়া উপকূলে থাকা বড় ল্যান্ডিং জাহাজ সিজার কুনিকোভের কাছে চলে গিয়েছে কয়েকটি নৌ-ড্রোন। পরে একটি ড্রোন বন্দরের দিকে থাকা জাহাজটির অংশে আঘাত হানে। এতে জাহাজটি ফুটো হয়ে যায় এবং পরবর্তীতে ডুবে যায়।
৮৭ ক্রুকে বহন করতে সক্ষম সিজার কুনিকোভ প্রজেক্ট ৭৭৫ এর একটি ল্যান্ডিং জাহাজ। সিরিয়া, জর্জিয়া ও ইউক্রেন আগ্রাসনে জাহাজটির ব্যবহার করে রুশ বাহিনী।
জাহাজ ডুবে যাওয়ার কয়েকটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেয়েছে। ওসব ভিডিওতে দেখা যায়, একটি জাহাজ থেকে ধোঁয়া উড়ছে এবং এটি কৃষ্ণ সাগরে ডুবছে বলতে শোনা যায়। রুশ গণমাধ্যমগুলো জাহাজ ডুবির বিষয়টি নিশ্চিত করে জানায়, সেখানে উদ্ধার অভিযান চলছে। এতে যোগ দিয়েছে হেলিকপ্টারও।
রাশিয়ার সামরিক বাহিনী নিয়ে ব্লগ করারা সিজার কুনিকোভের ডুবে যাওয়ার বিষয়টি জানিয়েছে। যদি জাহাজের ডুবে যাওয়ার বিষয়টি সত্যি হয় তাহলে চলতি মাসে কৃষ্ণ সাগরে দুটি রুশ যুদ্ধজাহাজে সফলভাবে হামলা করল কিয়েভ। তবে, সবশেষ এই হামলা নিয়ে এখনও মুখ খুলেনি মস্কো।