মো:মেহেদী হাসান ফুয়াদ
দিনাজপুর জেলা প্রতিনিধি
“নমো সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাংদেহি নমোহস্ততে” ভক্তবৃন্দের অঞ্জলি প্রদানের মাধ্যমে এবং আনন্দ উৎসব মূখর পরিবেশে ১৪ ফেব্রুয়ারী বুধবার সাহিত্যের দেবী, সংগীতের দেবী ও বিদ্যার দেবী শ্রী শ্রী সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে।
এ্যাপটাচ পলিটেকনিক ইনস্টিটিউটে অনুষ্ঠিত শ্রী শ্রী সরস্বতী পূজায় অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার জয়ন্ত কুমার সরকার পুরোহিতের দায়িত্ব পালন করেন। এ সময় তাকে সহযোগিতা করেন অত্র প্রতিষ্ঠানর উপাধ্যক্ষ নিরজা শাপলা, প্রতিষ্ঠানের কম্পিউটার সেলস ইনচার্জ আশিক কুমার দাস সহ প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীবৃন্দ। সকল শিক্ষার্থীবৃন্দ সরস্বতী পূজা কে সামনে রেখে সকাল থেকে দুপুর পর্যন্ত প্রসাদ তৈরি ও ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ কার্যক্রম সুষ্ঠুভাবে পালন করে।