টেকনাফে নারী নেতৃত্ব বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

 

 

জামাল উদ্দীন -কক্সবাজার প্রতিনিধি ( ছবি আছে) ১৩-২-২০২৪

 

প্রকল্পের অংশগ্রহণকারী এবং উপজেলা পর্যায়ে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সাথে “নারী নেতৃত্ব বিষয়ক সমন্বয় সভা ১৩ ফেব্রুয়ারি সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এনজিও সংস্থা মুক্তি কক্সবাজার” বাস্তবায়ন এবং WOMEN সহ ৫ টি এনজিও সংস্থার অর্থায়নে সমন্বয় সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আদনান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাহেরা আখতার মিলি, উপজেলা কৃষি অফিসার মোঃ জাকেরুল ইসলাম, উপজেলা সমাজ অফিসার মোঃ খোরশেদ আলম,উপজেলা সমবায় অফিসার মোঃ ইকবাল হোসেন ভুঁইয়া ভূঁইয়া,উপজেলা তথ্য সেবা অফিসার তাছলিমা খাতুন, এনজিও সংস্থা অক্সফাম এর সিনিয়র প্রজেক্ট অফিসার মোঃ শররিফুল ইসলাম ও উপজেলা যুব উন্নয়ন সহকারী অফিসার মনজুরুল আলম। মুক্তি কক্সবাজার প্রকল্প সমন্বয়কারী মোঃ মিজানুর রহমান এর উপস্থাপনায় গৃহীত উন্নয়ন প্রকল্পের বিভিন্ন তথ্য উপাত্ত সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। মূল আলোচনার বিষয় নারী নেতৃত্ব এবং ক্ষমতায়নে পুরুষের সাথে সমঝোতার মাধ্যমে পরিবার ও সমাজে উন্নয়ন সাধন করা। বিশেষ করে বাল্যবিবাহ,যুব বিবাহ সহ অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে যোগ্য নেতৃত্বের মাধ্যম এর কুফল ও সুফল সম্পর্কে অবহিত করণ করা। সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পর্যায়ে সরকারি বিভিন্ন দপ্তরের অফিসার, বিভিন্ন এনজিও সংস্থার প্রতিনিধি ও নারী প্রকল্পের নারী নেতৃবৃন্দ।