মাসুদ রানা,গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী রেল স্টেশনের উত্তরপার্শ্বে গজারিয়া ব্রীজ সংলগ্ন রেলে কাটা পড়ে একজনের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম উৎপল । সে ফুলছড়ি উপজেলার কালির বাজারে অবস্থিত রাসয়নিক সার ডিলার হাবিবুর রহমানের সারের দোকানের কর্মচারী ছিল।
নিহত উৎপল চন্দ্র বর্মন (৩৫) পলাশবাড়ী উপজেলার ভেলাকোপা গ্রামের কার্তিক চন্দ্র বর্মনের ছেলে। তার ঘরে দুইটি সন্তান আছে বলে জানা যায়। নিহতের স্বজন জানান, উৎপল দেনাগ্রস্থ ছিল। সেকারণে সে আত্মহত্যা করতে পারেন।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৯ টার দিকে গাইবান্ধা সদরের বাদিয়াখালী ইউনিয়নের রিফাইতপুরে অবস্হিত গজারিয়া রেল ব্রীজ সংলগ্ন স্থানে এই ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, সকাল সাড়ে ৯ ঘটিকার দিকে ঢাকা থেকে লালমনিরহাট গামী লালমনি এক্সপ্রেস ট্রেনটি গাইবান্ধার বাদিয়াখালী ইউনিয়নের গজারিয়া রেল ব্রীজ সংলগ্ন স্থানে পৌছাইলে উক্ত ব্যক্তি দৌঁড়ে এসে ট্রেনের নিচে ঝাপ দেয়। এসময় তার শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায়।
গাইবান্ধার রেল পুলিশের এসআই মোঃ ফারুক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে রেল পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। বিস্তারিত পরে জানানো হবে।
মোঃ মাসুদ রানা
গাইবান্ধা জেলা প্রতিনিধি
০১৪০২৪৪০২২৮