বিশ্ব বেতার দিবস উপলক্ষে বরিশালে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 

 

মোঃ মামুন খান বরিশাল প্রতিনিধি ==

 

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ‘ শতাব্দী জুরে তথ্য বিনোদন ও শিক্ষা বিস্তারে বেতার প্রতিপাদ্য নিয়ে ‘বিশ্ব বেতার দিবস’ পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

 

মঙ্গলবার সকাল ১০.৩০মিনিটে বাংলাদেশ বেতার বরিশালের আয়োজনে বিশ্ব বেতার দিবস ২০২৪ এর শুভ উদ্বোধন করেন

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া।

 

বেলুন ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ অন্যান্য অতিথিরা। পরে রেডিও সেন্টার প্রাঙ্গন থেকে র‌্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে বেতার প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।

 

পরে বাংলাদেশ বেতার বরিশালের সভাকক্ষে এক আলোচনা সভার অয়োজন করা হয়।

আলোচনায় অতিথিরা বেতার দিবসের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে আলোচনা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বেতার বরিশালের আঞ্চলিক পরিচালক কিশোর রঞ্জুন মল্লিক।