today visitors: 5073432

পঞ্চগড়, তেঁতুলিয়ায় ফুটে উঠেছে টিউলিপ, ভিড় জমাচ্ছে দেখতে আসা দর্শনার্থীরা।  

 

 

 

তেঁতুলিয়া, প্রতিনিধি মেহেদী হাসান মিরাজ।

 

 

সাদা, লাল, হলুদ, গোলাপি; একেকটি টিউলিপ ফুলের বাহারি রঙের ছোঁয়ায় যেন আলপনার সাজ। এ যেন জমিনে একখণ্ড রংধনুর গালিচা! আর নানা রঙের সঙ্গে শীতপ্রধান দেশের এই টিউলিপ তৃতীয়বারের মত রাজসিক সৌন্দর্য ছড়াচ্ছে দেশের উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায়।

 

আর তা দেখতে প্রতিদিন টিউলিপ বাগানে ভিড় করছেন নানা বয়সী দর্শনার্থীরা। দেখতে আসা এক দর্শনার্থী বলেন টিউলিপ ফুল চাঁষ আমাদের তেঁতুলিয়ায় হচ্ছে তাই আমরা দেখতে আসছি এটি আমাদের তেঁতুলিয়াকে আরোও সৌন্দর্য করে তুলবে।

 

 

বাগান টি তেঁতুলিয়া, সদরের দর্জিপাড়া গ্রামে অবস্থিত । ইএসডিওর সহযোগিতায় চাঁষ করা হচ্ছে এই ফুল।