today visitors: 5073432

নাটোর ইয়ুথ ব্লাড ডোনার গ্রুপের উদ্দোগ্যে পালিত হলো বই বিনিময় উৎসব! 

 

 

নাটোর প্রতিনিধিঃ

 

নাটোর সদরে এই প্রথম অনুষ্ঠিত হয়েছে ২দিন ব্যাপি বই বিনিময় উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৪।

 

বই পড়ার মাধ্যমে আমাদের মাধ্যে আধুনিক মনস্ক গড়ে উঠে। বই পড়ার ফলে মানসিক প্রক্রিয়া সক্রিয় হয়। মানব জীবনে বইয়ের গুরুত্ব নিয়ে টলস্টয় বলেছে, জীবনে মাত্র ৩টি জিনিস প্রয়োজন বই, বই এবং বই।

 

সোমবার ( ১২ ফেব্রুয়ারী) “নাটোর ইয়ুথ ব্লাড ডোনার গ্রুপ” কর্তৃক আয়োজিত ২ দিন ব্যাপি বই বিনিময় উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

নাটোর সদর উপজেলার অন্তর্গত দিঘাপতিয়ায় এম. কে অনার্স কলেজ মাঠে আয়োজিত ২ দিন ব্যাপি বই বিনিময় উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ১ম দিনে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নাটোর সদর উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার জনাব সারমিনা সাত্তার(ইউএনও), দিঘাপতিয়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কৃষিবিদ মোঃ আমজাদ হোসেন, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ জনাব আব্দুর রাজ্জাক, অন্যান্য শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন অশোক কুমার ভদ্র, মাহাবুব হোসেন, নীলুফার ইয়াসমিন এবং সংগঠনের সেচ্ছাসেবীদের মধ্যে উপস্থিত ছিলেন, “নাটোর ইয়ুথ ব্লাড ডোনার গ্রুপ ” প্রতিষ্ঠাতা ও তরুণ লেখক খন্দকার উল্লাস, সভাপতি মাসুদ রানা, সাধারণ-সম্পাদক সাজেদুল ইসলাম সাজু, উপদেষ্টা নাজমুল আহম্মেদ সহ প্রমুখ।